নিজস্ব প্রতিনিধিঃ কয়লা পাচার কান্ডে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করল সিবিআই। গতকালই তার জামিনের আর্জি আদালতে খারিজ হয়ে যায়। গ্রেপ্তার হতে পারেন জেনেই মঙ্গলবার রাত ১২ টা নাগাদ কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আগেই সিবিআই তার গ্রেপ্তারের নোটিশ জারি করেছিল। এই বিকাশ মিশ্র কয়লা পাচারে মূল অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই। আগে একবার ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল বিকাশ। সিবিআই-র কাছে খবর ছিল বিকাশ মিশ্র বাইপাসের ধারে হাসপাতালে রয়েছে। সেখানে গোপনে পৌঁছে যায় কেন্দ্রীয় গোয়েন্দারা।
বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ সময় ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার পরই সিবিআই অফিসাররা তাকে পাকড়াও করে নিয়ে যায়। যদিও কয়লা পাচার কান্ডের মাষ্টার মাইন্ড বিনয় মিশ্র ফেরার। অনেক আগেই সে দেশ ছেড়ে পালিয়েছে।
No comments:
Post a Comment