Sunday, December 12, 2021

যুবকের মৃত্যুকে কেন্দ্র করে টিটাগড় থানার সামনে উত্তেজনা অবরোধ


নিজস্ব প্রতিনিধিঃ জেল হেফাজতে মৃত্যু হল এক যুবকের। তার থেকেই উত্তেজনা ছড়াল টিটাগড় থানার সামনে। যুবকের নাম মৈনুদ্দিন খান (১৯)। বাড়ি টিটাগড়ের ছাই মাঠ এলাকায়। যুবক রঙের কাজ করত। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৬ ই ডিসেম্বর একটি স্কুলে চুরির ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। 

অভিযোগ, ওইদিন পুলিশ আসার আগেই তাম্মা নামে একজন দলবল নিয়ে ওঁকে মারধর করে। এমনকি স্কুল ঘরের মধ্যে সিলিং পাখার সঙ্গে যুবককে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। পরে দড়ি ছিঁড়ে পড়ে যায়। পুলিশ ওঁকে দমদম সংশোধনাগারে পাঠায়। শনিবার সন্ধ্যায় যুবকের মৃত্যু হয়। 

মৃতের পরিবারের অভিযোগ, শনিবার মধ্যরাতে মৈনুদ্দিনের মৃত্যুর খবর জানানো হয়েছে। এদিন দুপুরে টিটাগড় থানায় জমায়েত হয় মৃতের পরিবার পরিজনেরা। সঠিক বিচারের দাবি জানায়। সে সময় পুলিশ ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দেয় বলে অভিযোগ। 

এরপরে ক্ষিপ্ত জনতা বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর পুলিশ লাঠি উঁচিয়ে অবরোধ তুলে দেয়। মৃতের পরিবারের দাবি, পুলিশের মারেই মৈনুদ্দিনের মৃত্যু হয়েছে।

No comments:

Post a Comment