Sunday, December 19, 2021

বোমাবাজি, রক্তাক্ত, বিরোধী এজেন্ট শূন্য করে উৎসবে কলকাতা পুরভোট


নিজস্ব প্রতিনিধিঃ আশঙ্কা ছিল সত্যি হল। বিরোধীদের অভিযোগ বিয়োগ হলোনা। কলকাতা পুরভোটে সকাল থেকে যে ছবি উঠে আসল তাতে গনতন্ত্র অসাড় আবারো ধরা পড়ল। 

কলকাতা ও রাজ্য পুলিশের তত্ত্বাবধানে এই ভোট প্রহসনের, বিরোধীরা দাবি করতেই পারেন। কিন্তু বাহিনীর লোক দেখানো নিরাপত্তার ফাঁক গলে শিয়ালদহ ও বেলেঘাটার খান্নায় বোমা কারা মারল সে প্রশ্নের উত্তর পাওয়া খুব কঠিন। 

শিয়ালদায় টাকী বয়েজ স্কুলের সামনে বোমাবাজিতে এক যুবকের পা উড়ে গেল। রক্তে ভেসে গেল পথ। বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রার্থীদের ওপর আক্রমনের অভিযোগ সেই সঙ্গে বিরোধী এজেন্টদের বের করে দেওয়া এই দৃশ্য সংস্কৃতির শহর উপভোগ করল। 

যদিও বহুকাল যাবত বাঙালি সুশীল সমাজ ফ্যাসিবাদকে খুঁজে চলেছে। সাধারণ মানুষ ভোট দিতে পারল কি পারল না তাদের কিচ্ছু যায় আসে না। ঢাকুরিয়া, যাদবপুর, ভবানীপুর, এন্টালি, চৌরঙ্গী, বেলেঘাটা, বড়তলা, শিয়ালদা সর্বত্র শহর জুড়ে পুলিশি ঘেরাটোপে গনতন্ত্র। অবাধে ইভিএম নামক যন্ত্রটি ধর্ষিত হয়ে যাচ্ছে। এই পুরভোটে আদপে 'খেলা হচ্ছে' একথা রাজনীতির বাইরে থাকা নিন্দুকেরা বলতেই পারেন। 

তথাপি কোটি কোটি টাকার কাউন্সিলর পদপ্রার্থীদের রক্ত পরিশ্রুত হবে না।

No comments:

Post a Comment