Thursday, December 23, 2021

নতুন বছরের শুরুতেই দুই দফায় পৌরসভার ভোট


নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে কলকাতা হাইকোর্টে পুরভোটের দিনক্ষণ জানাল রাজ্য নির্বাচন কমিশন। দুই দফায় ভোট করতে তারা প্রস্তুত। প্রথম দফা ২২ শে জানুয়ারি ও দ্বিতীয় দফা ২৭ শে ফেব্রুয়ারি ভোট হবে। 

প্রথম দফায় থাকছে ৫ টি কর্পোরেশন। বিধাননগর, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর। বাকি ১০৬ টি পুরসভায় ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হবে। 

নতুন বছরের শুরুতেই পৌরসভা নির্বাচন হবে ধরে নিয়ে আগে থাকতে সবকটি রাজনৈতিক দল প্রস্তত ছিল। একপ্রকার প্রার্থী বাছাইও হয়ে রয়েছে। নাম ঘোষণার অপেক্ষায়। 

যদিও কলকাতা পুরভোট দেখার পর কতটা শান্তিতে রাজ্যের পুরসভাগুলিতে ভোট হবে তা নিয়ে বিরোধীরা চিন্তায়।

No comments:

Post a Comment