Saturday, December 25, 2021

ব্যারাকপুরে পুরনো মুখ সন্দীপ ব্যানার্জী বিজেপির জেলা সভাপতি

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতির পদে পরিবর্তন ঘটল। নতুন সভাপতি হলেন দলের পুরনো মুখ সন্দীপ ব্যানার্জী। তিনি এই জেলার প্রাক্তন সভাপতি ছিলেন। 

বিজেপির রাজ্য কমিটি গঠিত হয়েছে দিন তিনেক আগে। এরপরই জেলা জুড়ে সাংগঠনিক রদবদল শুরু হয়েছে। ইতিমধ্যেই সবকটি জেলার সভাপতিদের নাম প্রস্তাবিত আকারে প্রকাশ হয়েছে। সংগঠনে পুরনোদের নামের উপরই আস্থা রাখছে দল।

ব্যারকপুরে বিধানসভা নির্বাচনের আগে উমাশঙ্কর সিংকে সরিয়ে ব্যারাকপুর বার এসোসিয়েশনের সভাপতি আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনে বিপর্যয়ের পর সংগঠনে কার্যত ধস নামে। ভোট পরবর্তী হিংসায় এই জেলার বহু কর্মী ঘরছাড়া হয়ে যায়। 

কেন্দ্রের মানবাধিকার কমিশন ও সিবিআই-এর তৎপরতায় একে একে বিজেপি কর্মীরা ঘরে ফিরলেও তারা হুমকির মুখে একপ্রকার বসেই গেছে। বহু কর্মী-সমর্থকের জীবিকা কেড়ে নেওয়ার অভিযোগও রয়েছে। বশ্যতা মেনে নিয়ে কেউ কেউ আবার তৃনমূলে ফিরে গেছে। 

এই মুহূর্তে ব্যারাকপুরে কঠিন পরিস্থিতিতে রয়েছে দল। সামনেই পৌরসভা নির্বাচন।  সন্ত্রাসের মোকাবেলায় পথে নামতে চাইবে না কর্মীরা। যদিনা কেন্দ্রীয় নেতৃত্বের কোন পদক্ষেপ চোখে পড়ে।  সারদা, নারদ থেকে কয়লা পাচার তদন্তে গতি শ্লথ দেখে কর্মী মহল হতাশ।

No comments:

Post a Comment