Tuesday, September 28, 2021

নৈহাটিতে মৃত বিজেপি কর্মী সন্তু মন্ডলের বাড়িতে সিবিআই

নিজস্ব প্রতিনিধিঃ ভোট পরবর্তী হিংসায় মৃত্যুর তদন্তে নৈহাটিতে এল সিবিআই। অভিযোগ ছিল ভোটের ফল প্রকাশের পরদিন নৈহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বেনেপুকুর পাড় এলাকার বাসিন্দা বিজেপির সক্রিয় কর্মী যুবক সন্তু মন্ডলকে  বেধড়ক মারধর করেছিল তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁকে সংকটজনক অবস্থায় প্রথমে নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ওঁর করোনা পজিটিভ ধরা পড়ে। 
পরবর্তীতে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। ৪ ঠা মে রাতে সন্তুর মৃত্যু হয়। তার আগে ২ রা মে রাতে একদল দুষ্কৃতী বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছিল।সেই ঘটনার তদন্তে মঙ্গলবার সকালে মৃতের বাড়িতে আসে সিবিআই-র দুই প্রতিনিধি। তাঁরা সন্তু মন্ডলের বাড়ির লোকেদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জেনে নেন। 

সন্তু মায়ের সঙ্গে মামা বাড়িতে থাকত। মা কাজে চলে যাওয়ায় এদিন মৃতের মায়ের সঙ্গে কথা বলতে পারেনি তদন্তকারী দলের প্রতিনিধিরা। তবে সন্তুর মামী রুনু বিশ্বাস জানিয়েছেন, সিবিআই-র লোকেরা ভাঙচুর দেখলেন।ঘটনার কথা শুনেছেন। এর বেশি কিছু জিজ্ঞাসা করেননি।

Saturday, September 25, 2021

ফিরহাদ হাকিম বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, অর্জুনের মন্তব্য ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিনিধিঃ ফিরহাদ হাকিম বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। ভবানীপুরে তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। বিষ্ফোরক দাবি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের। এরপরই জল্পনা ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহের ফিরহাদ। যার হাতে কলকাতা কর্পোরেশনের ভার নির্দিধায় তুলে দিয়েছেন। সেই ববি হাকিম কিনা তাঁর নেত্রীকে হারাবেন চমকে উঠেছে রাজনৈতিক মহল।

 যদিও এর নাম রাজনীতি। অসম্ভব বলে কিছু হয়না। অতীত ঘাটলে দেখা যাবে অনেক শিষ্যই রাজনীতিতে গুরুকে টপকে যাত্রা ভঙ্গ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত ববি কর্পোরেশনের প্রশাসক। একাধারে পরিবহন দপ্তরের মন্ত্রী। 

তৃতীয়বার ক্ষমতায় এসে পৌর ও নগরোন্নয়ন দপ্তর হাতছাড়া হয়েছে। এবারে তৃণমূলের মন্ত্রীসভায় অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের ছায়াই প্রকট। তাছাড়া কলকাতা পুরসভায় ভুয়ো ভ্যাকসিন কান্ডে দলের মুখ পুড়েছে। তারপর থেকে মমতার ঘনিষ্ঠ মহলে ববিকে নিয়ে কানাঘুষো শোনা গিয়েছে। এরওপর শহরের জল যন্ত্রণা ও নিকাশি ব্যবস্হা নিয়ে সাধারণের ক্ষোভ গিয়ে পড়েছে মেয়রের ওপর। সবকিছু নিয়ে ফিরহাদ হাকিম ঘরে-বাইরে চাপের মধ্যে রয়েছেন। এসবের বাইরে তাঁর ঘাড়ে নারদ মামলার খাড়া ঝুলছে। 

সিবিআই তাঁকে গ্রেপ্তার করেছিল। বর্তমানে জামিনে রয়েছেন। এই মামলায় ইতিমধ্যে ইডি ফিরহাদের নামে চার্জশিট দাখিল করেছে। ভবানীপুর উপনির্বাচন ঘোষণা হতেই প্রথম দিন থেকে অলিগলিতে ঘুরছেন দিদির প্রিয় ববি। তৃনমূলের সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় থেকে একাধিক হেভিওয়েট প্রচারে নামলেও সকাল সন্ধ্যায় প্রচারে সেই ফিরহাদ। 

এরপর একদা তৃনমূল দলকে প্রতিষ্ঠা দেওয়ার অন্যতম কারিগর বর্তমানে রাজ্য বিজেপির সহ সভাপতি সাংসদ অর্জুন সিংয়ের বিষ্ফোরক দাবি ঘিরে তীব্র জল্পনা উস্কে দিল।

Friday, September 24, 2021

ভবানীপুর উপনির্বাচন নিয়ে মামলার শুনানি শেষ হাইকোর্টে, রায় ঘোষণা বাকি

নিজস্ব প্রতিনিধিঃ ভবানীপুর উপনির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন তুলেদিল কলকাতা হাইকোর্ট। রীতিমতো নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগেই হাইকোর্ট নির্বাচন কমিশনকে চব্বিশ ঘণ্টার মধ্যে হলফনামা জমা দিতে বলেছিল। 

সেই মতো আজ নির্বাচন কমিশন হলফনামা জমাও দেয়। কিন্তু হলফনামায় অসন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। পরে হলফনামা নিয়ে কমিশন অতিরিক্ত সময় চাইলে আদালত তা খারিজ করে দেয়। চার পাতার হলফনামা ভুল ভ্রান্তিতে ভরা। এদিন আদালত মুখ্য সচিবের লেখা চিঠিতে একটা কেন্দ্রে কেন সাংবিধানিক সংকট প্রশ্ন তোলেন। চিঠি লেখার পেছনে অন্য কেন্দ্রের ক্ষেত্রে সেটা কেন প্রযোজ্য হল না সেই নিয়েও প্রশ্ন ছুড়ে দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এই বিষয়ে মুখ্য সচিবের উদ্দেশ্যই বা কি সেই প্রশ্নও ছুড়ে দেন। এরপর ডিভিশন বেঞ্চের প্রশ্ন, একটা কেন্দ্রের জয়ী প্রার্থীকে পদত্যাগ করিয়ে পুনরায় ভোট তাহলে জনগণ কেন এত টাকা দেবে? একটা কেন্দ্রে ভোটে খরচ কত তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে জানতেও চায় আদালত। 

এদিন মামলার শুনানি শেষ করে হাইকোর্ট। এখন রায়দান ঘোষণা বাকি।

Wednesday, September 22, 2021

ভোট পরবর্তী হিংসার বলি, চলে গেলেন মগরহাটের বিজেপি প্রার্থী মানস সাহা

নিজস্ব প্রতিনিধিঃ ভোট পরবর্তী হিংসায় রাজ্যে আরো একজনের মৃত্যু হল। তিনি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধূর্জটি সাহা। তাঁকে সকলেই মানস নামে চিনত। ভোটের ফল প্রকাশের দিন গননা কেন্দ্রের বাইরে তৃনমূলের দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করেছিল। অভিযোগ, পুলিশের সামনেই তিনি আক্রান্ত হন। কিন্তু পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। কোনো ব্যবস্থা নেয়নি। 

মানস বাবু মাথায় আঘাত পেয়েছিলেন। দীর্ঘ দিন ধরে কলকাতার মল্লিক বাজারে একটি নার্সিং হোমে ভর্তি ছিলেন। সেখান থেকে ঠাকুরপুকুর এলাকায় অপর এক নার্সিং হোমে তাঁকে নিয়ে যাওয়া হয়। আজ সেখানেই বিজেপি নেতা মানস সাহা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এরপরই রাজ্য বিজেপির সহ সভাপতি তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এই মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, তথ্য প্রমান রয়েছে ওই দিন গননা কেন্দ্রের সামনে তৃনমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার লোকেরা মানসকে ফেলে পিটিয়েছিল। পুলিশ ছিল নীরব দর্শক। মৃতার পরিবারের লোকেরাও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। তাঁরাও সিবিআই তদন্ত চেয়েছেন।

Monday, September 20, 2021

সরলেন বিজেপির দিলীপ ঘোষ

*বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরলেন দিলীপ ঘোষ। নতুন সভাপতি হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার*

Sunday, September 19, 2021

দুয়ারে রাজনৈতিক বেশ্যা, বাবুলকে নিয়ে চাঁচাছোলা আইনজীবী অরুণাভ ঘোষ

নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে রাজনৈতিক বেশ্যা ঠিক এই ভাষাতেই বাবুল সুপ্রিয়কে আক্রমণ করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আইনজীবী অরুণাভ ঘোষ। শনিবার আসানসোলের সাংসদ বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দেন। তারপরই একটি প্রথম সারির নিউজ পোর্টালে সাক্ষাৎকারে বাবুলের দলবদল নিয়ে তীব্র সমালোচনা করেন অরুণাভ বাবু। তিনি বলেন, একটা নির্লজ্জ লোক। যেহেতু মন্ত্রীত্ব দেয়নি চলে গেল। এই সব লোক রাজনীতিতে এসেছে নিজেদের ঘৃনা হচ্ছে। তাও এস ইউ সি আই, সিপিএমে জয়েন করলে বুঝতাম আদর্শ আছে। 

এরপরই বহু লড়াইয়ের সাক্ষী এই রাজনীতিবিদের মন্তব্য,এর থেকে যৌনকর্মীরা বিশ্বাসযোগ্য। ওঁরা পেটের দায়ে করে। কিন্তু বাবুলদের মতো লোক কারো বাড়ি ঢুকলে বাড়ি তছনছ করে দেবে।

একই সঙ্গে ভবানীপুরের ভোটে বাবুলকে প্রচারে নামালে আখেরে বিজেপির উপকার হবে বলে তিনি জানান। তাঁর প্রশ্ন, বাবুলের পক্ষে সাধারণ মানুষের রায় যাবে? ভবানীপুর নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমকেও খোঁচা দিয়েছেন অরুণাভ ঘোষ। তিনি বলেন, আজে বাজে বকে বিজেপি প্রার্থীকে ফোকাস করে দিয়েছে। তবে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল লড়ছে বলেও তিনি জানান।

পাশাপাশি এই সাক্ষাৎকারে অরুণাভ বাবু বিজেপিকেও কাঠগড়ায় তুলেছেন। বিধানসভা ভোটে তৃনমূল থেকে আসা ১৪৮ জনকে টিকিট দিয়ে বিজেপিও এই জিনিস করেছে। দুটো দলেরই কার্যকলাপ নিয়ে তাঁর চাঁচাছোলা মন্তব্য, বিজেপি ও তৃনমূল গুয়ের এপিঠ-ওপিঠ।

তৃনমূলের গোষ্ঠী কাজিয়ায় মারপিট জগদ্দলের কাউগাছিতে

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ তৃণমূলের গোষ্ঠী কাজিয়ায় মারপিট জগদ্দলের কাউগাছি-১ পঞ্চায়েতের চন্ডিতলা চারাবাগান এলাকায়। অভিযোগ, শনিবার বিকেলে ৫৩ নম্বর সংসদের সদস্য তাপসী মাইতি সক্রিয় দলীয় কর্মী গজেন বিশ্বাসকে মারধোর করেছে। সূত্র বলছে, ওই সদস্যার বাড়িতে এক যুবক আসে। এদিন তার প্রতিবাদ জানায় গজেন। অভিযোগ, গজেন ও তার স্ত্রীকে মারধোর করে তাপসী দেবী। 

তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধোরের অভিযোগ করেছেন। ঘটনা নিয়ে তৃণমূলের কাউগাছি-১ পঞ্চায়েত সভাপতি স্বপন মন্ডল বলেন, ওই সদস্যার বাড়িতে প্রতিদিন এক যুবক আসে। তার হয়তো প্রতিবাদ করেছিলেন দলীয় কর্মী গজেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে গন্ডগোল হয়েছে। 

শুনেছি গজেনের বাড়িতে তাপসীরা ভাঙচুর করেছে। স্বপনের দাবি, এটা গোষ্ঠী দ্বন্দের বিষয় নয়। ওদের ব্যক্তিগত ঝামেলার জেরে মারপিটের ঘটনা ঘটেছে।

Friday, September 10, 2021

শিক্ষক মইদুল ইসলামকে গ্রেপ্তার করতে রাতভর বেলেঘাটায় পুলিশের ধুন্দুমার

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যরাতে শিক্ষক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আবারো সরকারের মুখ পোড়ালো পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ কলকাতার বেলেঘাটা চালপট্টি রোডের একটি বাড়িতে পুলিশ যায় শিক্ষক মইদুল ইসলামকে গ্রেপ্তার করতে। যদিও বাড়িটি শিক্ষকের শ্বশুর বাড়ি। ওই বাড়িতে তিনি ছিলেন। তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তিনি নাকি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। 

মইদুল ইসলাম শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে চুক্তি ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের দুর্দশা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত ২৪ শে আগষ্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে অন্যায় ভাবে বদলির প্রতিবাদে আন্দোলনরত পাঁচ শিক্ষিকা বিষ পান করে। অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে চার জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনো এক শিক্ষিকা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 

শিক্ষক মইদুলের অপরাধ তিনি নাকি বিষ খেতে প্ররোচনা জুগিয়েছেন। পুলিশ তাই শুয়োমোটো মামলা রুজু করে। আর তাঁকে পাকড়াও করতে রাতেই পুলিশের অভিযান। শিক্ষকের আপত্তি, রাতে কেন। তিনি সকালে পুলিশকে আসতে বলেন। পুলিশও নাছোড়বান্দা না এখনই তাকে থানায় যেতে হবে। এরপর শুরু হয়ে যায় ধুন্দুমার কান্ড। 

মইদুল সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ শুরু করে দেন। মুহূর্তে পুলিশের সাথে তাঁর বাদানুবাদ ছড়িয়ে পড়ে। পুলিশকে বাড়ির গেটের তালা ভেঙে ঢোকার হুমকি দিতে দেখা যায়। মইদুলও ছাড়বার পাত্র নন। বাড়ির ওপর থেকে লাইভে গোটা বাড়িটা ঘিরে পুলিশে পুলিশে ছয়লাপের দৃশ্য দেখাতে থাকেন। শিক্ষক বার বার বলতে থাকেন, তিনি কি চোর-ডাকাত না জঙ্গি? গ্রেপ্তারির কাগজ দেখাতে বলেন পুলিশকে। 

মইদুল জানিয়েছেন, তাঁর শ্বশুর মশাই হার্টের রোগী। বুকে ষ্টেন বসানো রয়েছে। তিনি পুলিশের সঙ্গে কথা বলতে গেলে পুলিশ বলে, জামাইকে বের করে দিন। না হলে গোটা বাড়ির লোককে গ্রেপ্তার করা হবে।
রাতভর রাজ্যবাসী দেখল এ রাজ্যের মানবিক পুলিশের আসামি ধরার দৃশ্য।

Wednesday, September 8, 2021

উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে দায়িত্ব অর্জুন সিংকে


ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

Tuesday, September 7, 2021

কামারহাটিতে ডায়েরিয়ায় আক্রান্ত ৬৮, মৃত্যু দু'জনের

নিজস্ব প্রতিনিধিঃ কামারহাটিতে ডায়েরিয়ায় আক্রান্ত প্রচুর সংখ্যক মানুষ। ইতিমধ্যেই দুই জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে এখনো পর্যন্ত ৬৮ জন ডায়েরিয়ায় আক্রান্ত। ১৯ জনকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কামারহাটি পুরসভার ১-৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই ডায়েরিয়ায় আক্রান্ত। পুরসভার তরফ থেকে ওই অঞ্চলের মানুষদের পানীয় জল ফুটিয়ে খেতে বলা হয়েছে। এলাকায় এলাকায় মাইকিং করে পুরসভার তরফে প্রচারও চালানো হচ্ছে। এক সঙ্গে এত মানুষ ডায়েরিয়ায় আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন প্রশাসন। স্বাস্হ্য দপ্তর বিষয়টি নিয়ে খোঁজ খবর রাখছে। চিকিৎসার ব্যাপারে সমস্ত সহযোগিতার কথা জানিয়েছে। 

পুরসভার পানীয় জল থেকে ডায়েরিয়া কিনা সে ব্যাপারে নিশ্চিত না হলেও কামারহাটির পৌরপ্রশাসক গোপাল সাহা পৌর অঞ্চলের বেশ কিছু স্হানে জলের পাইপ লাইনে ফাটলের কথা জানিয়েছেন।

Monday, September 6, 2021

শেষ দিনেও বাজিমাত ভারতের প্যারালিম্পিকে

নিজস্ব প্রতিনিধিঃ টোকিও প্যারালিম্পিকে শেষদিনেও বাজিমাত ভারতের৷ রবিবার সকালে ব্যাডমিন্টনে প্রথমে রুপো  ও পরে স্বর্ণপদক জিতে  অভিযান শেষ করল ভারতীয় এ্যাথলিটরা৷ এদিন ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলস এসএল-৪বিভাগের ফাইনাল ম্যাচে রুপো জিতে ভারতকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন নয়ডা গৌতমবুদ্ধ নগরের জেলাশাসক সুহাস এল এ্যাথিরাজ৷ তারপরই ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে এসএইচ-৬ বিভাগে হংকংয়ের প্রতিপক্ষ চু মান কাইকে  ফাইনাল ম্যাচে পরাজিত করে সোনা জেতেন ভারতের কৃষ্ণা নাগার৷  

ফাইনাল ম্যাচে প্রথম থেকে দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরেন নাগার৷ তিনটি সেটের কঠিন লড়াইয়ে ২১-১৭, ১৬-২১ ও ২১-১৭ ফলাফলে জেতেন। সেমিফাইনালে গ্রেট ব্রিটেনের ক্রিস্টান কুম্বাসকে পরাজিত করার পর সোনার প্রত্যাশা ছিল দেশবাসীর৷ রাখলেনও কৃষ্ণা৷ প্রথম সেটে দুর্দান্ত শুরু করেন নাগার৷ হংকংয়ের প্রতিপক্ষ কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন৷ প্রথম সেটে একসময় ১১-১৬ ব্যাবধানে পিছিয়ে পড়েন কৃষ্ণা৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে ১৫-১৭ স্কোর লাইন করেন৷ এরপর লাগাতার ৬ পয়েন্ট সংগ্রহ করে ২১-১৭ পয়েন্টে প্রথম সেট শেষ করে ১-০ ফলাফলে এগিয়ে যান৷ 

দ্বিতীয় সেটেও কড়া প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়৷ দুর্দান্ত ভাবে কামব্যক করেন কৃষ্ণার প্রতিপক্ষ৷ ৭-১১ ফলাফলে এগিয়ে যান৷ কিন্তু সংঘর্ষ ছাড়েন নি কৃষ্ণা৷ পয়েন্ট ১৩-১৭ নিয়ে যান৷ কিন্তু হংকংয়ের খেলোয়াড় কোনো সুযোগ না দিয়ে ১৬-২১ পয়েন্টে ১-১ সমতা ফেরান৷ শেষ ও নির্ণায়ক সেটে কৃষ্ণা প্রথম থেকেই দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরে ৫-১ লিড নিয়ে নেন৷ তৃতীয় সেটে একসময় নাগার ১৩-৮ পয়েন্টে এগিয়ে যান৷কিন্তু হংকংয়ের খেলোয়াড়ের ফের একবার প্রত্যাবর্তন ঘটে৷ তিনি লাগাতার ৫পয়েন্ট নিয়ে স্কোরলাইন সমান-সমান করে দেন৷ 

সংঘর্ষপুর্ণ তৃতীয় সেটে ১৭-১৬ পয়েন্টের সঙ্গে মাত্র ১ পয়েন্টের ব্যাবধান ছিল কৃষ্ণার৷এক সময় মনে হচ্ছিল রুদ্ধশ্বাস এই  ম্যাচ যেকনো দিক গড়াতে পারে৷ঠিক এই সময়ে স্নায়ুচাপ সামলে পরপর চার পয়েন্ট সংগ্রহ করে ২০-১৬ পয়েন্টে এগিয়ে যান কৃষ্ণা৷ এরপর উইনিং সট খেলে ২১-১৭ পয়েন্টে ২-১ এ ম্যাচ জিতে স্বর্ণপদক পেলেন বিশ্বের ২ নম্বর শাটলার কৃষ্ণা নাগার৷ 

৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্চ সহ মোট ১৯টি পদকের সাথে ২৪ নম্বরে উঠে  প্যারালিম্পিকের যাত্রা শেষ করল ভারত৷ বলা যেতেই পারে এবারের প্যারালিম্পিকে সর্বকালীন সেরা পারফরমেন্স ভারতের৷

Sunday, September 5, 2021

এবার প্যারালিম্পিকে রুপোর পদক জিতলেন জেলাশাসক

নিজস্ব প্রতিনিধিঃ টোকিও প্যারালিম্পিকে পদক জিতলেন আই এ এস অফিসার৷ রবিবার সকালে ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলস এসএল-৪ ফাইনাল ম্যাচে রুপো জিতে বিশ্ব মঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেন নয়ড়ার জেলাশাসক সুহাস এল এ্যথিরাজ৷ এদিন ফাইনাল ম্যাচে ফ্রান্সের লুকাস মাজুরের সঙ্গে সোনা জেতার লড়াইয়ে অল্পের জন্য পরাজিত হন ৩৮ বছরের আই এ এস সুহাস৷ ৬২ মিনিটের ফাইনাল খেলায় ২১-১৫, ১৭-২১, ১৫-২১ ফলাফলে পরাজিত হন তিনি। 

ইউরোপীয় চ্যাম্পিয়ানশিপে তিনবারের গোল্ড মেডেলধারী ফ্রান্সেম লুকাস মাজুরের কাছে গ্রুপ-এ কোয়ালিফাইং ম্যাচে পরাজিত হয়েছিলেন নয়ড়ার গৌতমবুদ্ধ নগরের জেলাশাসক৷ এদিন সুহাসের খেলার প্রশংসা করে ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন 'সেবা ও খেলার' অদ্ভুত সংগম৷ সুহাস এ্যথিরাজ অসাধারণ খেলে গোটা দেশকে খুশি করে দিয়েছেন৷ ব্যাডমিন্টনে পদক জয়ে তাঁকে অভিনন্দন৷ তাঁর উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা রইল।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন৷ রাষ্ট্রপতি লিখেছেন, একজন সিভিল সেবকের ভুমিকায় নিজের কর্তব্য নির্বাহ করে ক্রীড়াকে এগিয়ে যেতে আপনার সমর্পণ অসাধারণ৷ অন্যদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্যারালিম্পিকে পদক জয়ী নিজের রাজ্যের জেলাশাসককে অভিনন্দন জানিয়ে  লিখেছেন, প্রশাসনিক দায়িত্বর কুশলভাবে নির্বাহ করে প্যারালিম্পিকে বড় সফলতা প্রাপ্ত করেছেন৷

Thursday, September 2, 2021

পদক জয়ে প্যারালিম্পিকে সর্বকালীন সেরা রেকর্ড ভারতের

নিজস্ব প্রতিনিধিঃ আর্ন্তজাতিক ক্রীড়া মঞ্চে সর্বকালীন সেরা প্রদর্শন তুলে ধরেছেন ভারতীয় প্যারা এ্যথলিটরা৷ গত তিনদিনে দুটি স্বর্ণ, পাঁচটি রুপো ও তিনটি ব্রোঞ্চ সহ মোট দশটি পদক ভারতের ঝুঁলিতে৷ রবিবার জাতীয় ক্রীড়া দিবসে দেশের হয়ে প্রথম পদকের সূচনা করেন টেবিল টেনিস তারকা তথা গুজরাটের কৃষক পরিবারের কন্যা ভাবিনাবেন প্যাটেল৷ তিনি মহিলাদের টেবিল টেনিস সিঙ্গেলস (বিভাগ-৪)ফাইনাল খেলায় রুপো জিতেছিলেন৷ এরপর থেকে একের এক পদক ভারতের৷ পদকের নিরিখে ভারত উঠে এল চৌত্রিশ নম্বরে৷ মঙ্গলবার হাইজাম্পে জোড়া পদক পেল ভারত৷

 এদিন পুরুষদের হাইজাম্পের টি-৪২ বিভাগে রুপো ও ব্রোঞ্চ পেয়েছেন যথাক্রমে মরিয়াপ্পন থাঙ্গাভেলু ও শরদ কুমার৷ সেই সঙ্গে পুরুষদের ১০মিটার এয়ার শুটিং এসএইচ-১ বিভাগে ব্রোঞ্চ জিতেছেন সিংরাজ আদান৷ এদিন টোকিওতে অল্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয় মারিয়াপ্পনের৷ 

এর আগে রিও প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন তামিলনাড়ুর এ্যাথলিট মারিয়াপ্পন৷ ফাইনাল খেলায় ১.৮৬ মিটার লাফান তামিলনাড়ুর এক্সপ্রেস৷ তিনি প্রথম প্রয়াসে ১.৮৩ মিটার লাফিয়েছিলেন৷ এই ইভেন্টেই ১৮৩ মিটার লাফিয়ে ব্রোঞ্চ পেয়েছেন বিহারের পাটনার বাসিন্দা শরদ কুমার৷ প্রতিযোগিতা শেষে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিলনাড়ুর এক্সপ্রেস জানিয়েছেন, সোনা জিততে না পেরে খুবই খারাপ লাগচ্ছে৷ বৃষ্টিই আমাকে লক্ষ্যভ্রষ্ট করেছে৷ তবে আগামী ২০২৪ প্যারিস প্যারালিম্পিকে সোনা জেতার আপ্রাণ চেষ্টা করব৷

 অন্যদিকে পুরুষদের এয়ার শুটিংয়ে এসএইচ-১ বিভাগে ১০ মিটার শুটিংয়ে ব্রোঞ্চ পেয়েছেন হরিয়ানার শুটার সিংরাজ আদানা৷ তাঁদের এই সাফল্যর শুভেচ্ছা, অভিনন্দন বন্যায় ভাসিয়ে দিয়েছে নেট দুনিয়ার মানুষজন।

Wednesday, September 1, 2021

প্যারালিম্পিকে ঝড় ভারতীয় এ্যথলিটদের

নিজস্ব প্রতিনিধিঃ চলতি টোকিও প্যারালিম্পিকে আরও একটি স্বর্ণপদক ভারতের ঝুঁলিত। পুরুষদের জ্যাভলিন (এফ-৬৪)প্রতিযোগিতায় সোনা জিতলেন সুমিত আন্টিল৷ শুধু সোনা জিতলেনই না ৬৮.৫৫ মিটার বর্শা ছুঁড়ে বিশ্বরেকর্ডও গড়লেন সুমিত৷ সেই সঙ্গে প্যারালিম্পিকে দ্বিতীয় সোনা পেল ভারত৷ আর্ন্তজাতিক ক্রীড়া মঞ্চে সোনা জয়ের পর ট্যুইট করে সুমিতকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ফাইনাল খেলায় নিজের সেরাটা মেলে ধরেন সুমিত৷ প্রথম থ্রো-তে তিনি ৬৬.৯৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়ে কার্যত পদক নিশ্চিত করে ফেলেন৷ দ্বিতীয়বার জ্যাভলিন ছোড়াঁর সময় সদ্য গড়া বিশ্বরেকর্ড থেকে আরও একটু উন্নতি করেন সুমিত৷ তৃতীয়ও শেষ থ্রো-য়ে ৫৮.৫৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে দিলেন। 
চলতি প্যারালিম্পিকে সর্বকালের সেরা প্রর্দশন ভারতীয় এ্যথলিটদের৷  প্যারালিম্পিকে প্রথম ভারতীয় শুটার হিসাবে সোনা জিতে ইতিহাস গড়েন অবনি লেখারা৷ তারপর থেকে একের পর এক পদক আসতে থাকে ভারতের ঝুলিতে৷ সুমিতের সোনার সুবাদে এবারের প্যারালিম্পিকে সাতটি পদক এল ভারতের ঝুলিতে৷
অন্যদিকে ডিস্কাস থ্রো-য়ে উজ্জ্বল ভারত৷ পুরুষদের (এফ-৫৬)বিভাগে ডিস্কাস থ্রো-য়ে ৪৪.৩৮ মিটার ছূঁড়ে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া৷ অভিষেক প্যারালিম্পিকে পদক যোগেশের৷ কোনো প্রশিক্ষকের সহায্য ছাড়াই আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে রুপো অর্জন করে শোরগোল ফেলে দিয়েছেন যোগেশ৷ রুপো পাওয়ার পর সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ২৪ বছরের যোগেশ জানিয়েছেন, এই অনুভূতিটা অসাধারণ৷ এখানে রুপো পাওয়াটা আগামী প্যারিস প্যারালিম্পিকে সোনা জেতার জন্য আরও বেশী করে অনুপ্রেরণা জোগাবে৷ 

এখানেই শেষ নয় এদিন জ্যাভলিন থ্রো-য়ে জোড়া পদক ভারতে৷ পুরুষদের জ্যাভলিন থ্রো-য়ের (এফ-৪৬) বিভাগের ফাইনাল খেলায় রুপো এবং ব্রোঞ্চ পেয়েছেন দেবেন্দ্র ঝাঁঝারিয়া ও সুন্দর সিং গুজ্জর৷ ২০০৪ সালে এথেন্স প্যারালিম্পিক ও রিও অলিম্পিকে সোন জয়ী দেবেন্দ্র৷ সোনর হ্যাটট্রিকের লক্ষ্য টোকিও প্যারালিম্পিকে  নেমেছিলেন দুবারের সোনা জয়ী ভারতের জ্যাভলিন থ্রো-য়ের দেবেন্দ্র ঝাঁঝারিয়া৷ কিন্তু রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে৷ 

ফাইনাল খেলায় ৬৪.৩৫ মিটার থ্রো করে রুপো পেয়েছেন৷ এই বিভাগেই দেবেন্দ্রের পাশাপাশি ব্রোঞ্চ পেয়েছেন সুন্দর সিং গুজ্জর৷ ফাইনালে ৬৪.০১ মিটার জ্যাভলিন ছুঁড়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্চ জেতেন সুন্দর৷ এই প্রতিযোগিতায় ৬৭.৭৯ মিটার জ্যাভলিন ছুঁড়ে প্রথম স্থান অধিকার করেন ভারতের পড়শী দেশ শ্রীলঙ্কার দীনেশ প্রিয়ান হেরাথ৷