Monday, September 6, 2021

শেষ দিনেও বাজিমাত ভারতের প্যারালিম্পিকে

নিজস্ব প্রতিনিধিঃ টোকিও প্যারালিম্পিকে শেষদিনেও বাজিমাত ভারতের৷ রবিবার সকালে ব্যাডমিন্টনে প্রথমে রুপো  ও পরে স্বর্ণপদক জিতে  অভিযান শেষ করল ভারতীয় এ্যাথলিটরা৷ এদিন ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলস এসএল-৪বিভাগের ফাইনাল ম্যাচে রুপো জিতে ভারতকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন নয়ডা গৌতমবুদ্ধ নগরের জেলাশাসক সুহাস এল এ্যাথিরাজ৷ তারপরই ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে এসএইচ-৬ বিভাগে হংকংয়ের প্রতিপক্ষ চু মান কাইকে  ফাইনাল ম্যাচে পরাজিত করে সোনা জেতেন ভারতের কৃষ্ণা নাগার৷  

ফাইনাল ম্যাচে প্রথম থেকে দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরেন নাগার৷ তিনটি সেটের কঠিন লড়াইয়ে ২১-১৭, ১৬-২১ ও ২১-১৭ ফলাফলে জেতেন। সেমিফাইনালে গ্রেট ব্রিটেনের ক্রিস্টান কুম্বাসকে পরাজিত করার পর সোনার প্রত্যাশা ছিল দেশবাসীর৷ রাখলেনও কৃষ্ণা৷ প্রথম সেটে দুর্দান্ত শুরু করেন নাগার৷ হংকংয়ের প্রতিপক্ষ কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন৷ প্রথম সেটে একসময় ১১-১৬ ব্যাবধানে পিছিয়ে পড়েন কৃষ্ণা৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে ১৫-১৭ স্কোর লাইন করেন৷ এরপর লাগাতার ৬ পয়েন্ট সংগ্রহ করে ২১-১৭ পয়েন্টে প্রথম সেট শেষ করে ১-০ ফলাফলে এগিয়ে যান৷ 

দ্বিতীয় সেটেও কড়া প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়৷ দুর্দান্ত ভাবে কামব্যক করেন কৃষ্ণার প্রতিপক্ষ৷ ৭-১১ ফলাফলে এগিয়ে যান৷ কিন্তু সংঘর্ষ ছাড়েন নি কৃষ্ণা৷ পয়েন্ট ১৩-১৭ নিয়ে যান৷ কিন্তু হংকংয়ের খেলোয়াড় কোনো সুযোগ না দিয়ে ১৬-২১ পয়েন্টে ১-১ সমতা ফেরান৷ শেষ ও নির্ণায়ক সেটে কৃষ্ণা প্রথম থেকেই দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরে ৫-১ লিড নিয়ে নেন৷ তৃতীয় সেটে একসময় নাগার ১৩-৮ পয়েন্টে এগিয়ে যান৷কিন্তু হংকংয়ের খেলোয়াড়ের ফের একবার প্রত্যাবর্তন ঘটে৷ তিনি লাগাতার ৫পয়েন্ট নিয়ে স্কোরলাইন সমান-সমান করে দেন৷ 

সংঘর্ষপুর্ণ তৃতীয় সেটে ১৭-১৬ পয়েন্টের সঙ্গে মাত্র ১ পয়েন্টের ব্যাবধান ছিল কৃষ্ণার৷এক সময় মনে হচ্ছিল রুদ্ধশ্বাস এই  ম্যাচ যেকনো দিক গড়াতে পারে৷ঠিক এই সময়ে স্নায়ুচাপ সামলে পরপর চার পয়েন্ট সংগ্রহ করে ২০-১৬ পয়েন্টে এগিয়ে যান কৃষ্ণা৷ এরপর উইনিং সট খেলে ২১-১৭ পয়েন্টে ২-১ এ ম্যাচ জিতে স্বর্ণপদক পেলেন বিশ্বের ২ নম্বর শাটলার কৃষ্ণা নাগার৷ 

৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্চ সহ মোট ১৯টি পদকের সাথে ২৪ নম্বরে উঠে  প্যারালিম্পিকের যাত্রা শেষ করল ভারত৷ বলা যেতেই পারে এবারের প্যারালিম্পিকে সর্বকালীন সেরা পারফরমেন্স ভারতের৷

No comments:

Post a Comment