ইউরোপীয় চ্যাম্পিয়ানশিপে তিনবারের গোল্ড মেডেলধারী ফ্রান্সেম লুকাস মাজুরের কাছে গ্রুপ-এ কোয়ালিফাইং ম্যাচে পরাজিত হয়েছিলেন নয়ড়ার গৌতমবুদ্ধ নগরের জেলাশাসক৷ এদিন সুহাসের খেলার প্রশংসা করে ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন 'সেবা ও খেলার' অদ্ভুত সংগম৷ সুহাস এ্যথিরাজ অসাধারণ খেলে গোটা দেশকে খুশি করে দিয়েছেন৷ ব্যাডমিন্টনে পদক জয়ে তাঁকে অভিনন্দন৷ তাঁর উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা রইল।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন৷ রাষ্ট্রপতি লিখেছেন, একজন সিভিল সেবকের ভুমিকায় নিজের কর্তব্য নির্বাহ করে ক্রীড়াকে এগিয়ে যেতে আপনার সমর্পণ অসাধারণ৷ অন্যদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্যারালিম্পিকে পদক জয়ী নিজের রাজ্যের জেলাশাসককে অভিনন্দন জানিয়ে লিখেছেন, প্রশাসনিক দায়িত্বর কুশলভাবে নির্বাহ করে প্যারালিম্পিকে বড় সফলতা প্রাপ্ত করেছেন৷
No comments:
Post a Comment