Thursday, September 2, 2021

পদক জয়ে প্যারালিম্পিকে সর্বকালীন সেরা রেকর্ড ভারতের

নিজস্ব প্রতিনিধিঃ আর্ন্তজাতিক ক্রীড়া মঞ্চে সর্বকালীন সেরা প্রদর্শন তুলে ধরেছেন ভারতীয় প্যারা এ্যথলিটরা৷ গত তিনদিনে দুটি স্বর্ণ, পাঁচটি রুপো ও তিনটি ব্রোঞ্চ সহ মোট দশটি পদক ভারতের ঝুঁলিতে৷ রবিবার জাতীয় ক্রীড়া দিবসে দেশের হয়ে প্রথম পদকের সূচনা করেন টেবিল টেনিস তারকা তথা গুজরাটের কৃষক পরিবারের কন্যা ভাবিনাবেন প্যাটেল৷ তিনি মহিলাদের টেবিল টেনিস সিঙ্গেলস (বিভাগ-৪)ফাইনাল খেলায় রুপো জিতেছিলেন৷ এরপর থেকে একের এক পদক ভারতের৷ পদকের নিরিখে ভারত উঠে এল চৌত্রিশ নম্বরে৷ মঙ্গলবার হাইজাম্পে জোড়া পদক পেল ভারত৷

 এদিন পুরুষদের হাইজাম্পের টি-৪২ বিভাগে রুপো ও ব্রোঞ্চ পেয়েছেন যথাক্রমে মরিয়াপ্পন থাঙ্গাভেলু ও শরদ কুমার৷ সেই সঙ্গে পুরুষদের ১০মিটার এয়ার শুটিং এসএইচ-১ বিভাগে ব্রোঞ্চ জিতেছেন সিংরাজ আদান৷ এদিন টোকিওতে অল্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয় মারিয়াপ্পনের৷ 

এর আগে রিও প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন তামিলনাড়ুর এ্যাথলিট মারিয়াপ্পন৷ ফাইনাল খেলায় ১.৮৬ মিটার লাফান তামিলনাড়ুর এক্সপ্রেস৷ তিনি প্রথম প্রয়াসে ১.৮৩ মিটার লাফিয়েছিলেন৷ এই ইভেন্টেই ১৮৩ মিটার লাফিয়ে ব্রোঞ্চ পেয়েছেন বিহারের পাটনার বাসিন্দা শরদ কুমার৷ প্রতিযোগিতা শেষে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিলনাড়ুর এক্সপ্রেস জানিয়েছেন, সোনা জিততে না পেরে খুবই খারাপ লাগচ্ছে৷ বৃষ্টিই আমাকে লক্ষ্যভ্রষ্ট করেছে৷ তবে আগামী ২০২৪ প্যারিস প্যারালিম্পিকে সোনা জেতার আপ্রাণ চেষ্টা করব৷

 অন্যদিকে পুরুষদের এয়ার শুটিংয়ে এসএইচ-১ বিভাগে ১০ মিটার শুটিংয়ে ব্রোঞ্চ পেয়েছেন হরিয়ানার শুটার সিংরাজ আদানা৷ তাঁদের এই সাফল্যর শুভেচ্ছা, অভিনন্দন বন্যায় ভাসিয়ে দিয়েছে নেট দুনিয়ার মানুষজন।

No comments:

Post a Comment