Wednesday, September 1, 2021

প্যারালিম্পিকে ঝড় ভারতীয় এ্যথলিটদের

নিজস্ব প্রতিনিধিঃ চলতি টোকিও প্যারালিম্পিকে আরও একটি স্বর্ণপদক ভারতের ঝুঁলিত। পুরুষদের জ্যাভলিন (এফ-৬৪)প্রতিযোগিতায় সোনা জিতলেন সুমিত আন্টিল৷ শুধু সোনা জিতলেনই না ৬৮.৫৫ মিটার বর্শা ছুঁড়ে বিশ্বরেকর্ডও গড়লেন সুমিত৷ সেই সঙ্গে প্যারালিম্পিকে দ্বিতীয় সোনা পেল ভারত৷ আর্ন্তজাতিক ক্রীড়া মঞ্চে সোনা জয়ের পর ট্যুইট করে সুমিতকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ফাইনাল খেলায় নিজের সেরাটা মেলে ধরেন সুমিত৷ প্রথম থ্রো-তে তিনি ৬৬.৯৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়ে কার্যত পদক নিশ্চিত করে ফেলেন৷ দ্বিতীয়বার জ্যাভলিন ছোড়াঁর সময় সদ্য গড়া বিশ্বরেকর্ড থেকে আরও একটু উন্নতি করেন সুমিত৷ তৃতীয়ও শেষ থ্রো-য়ে ৫৮.৫৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে দিলেন। 
চলতি প্যারালিম্পিকে সর্বকালের সেরা প্রর্দশন ভারতীয় এ্যথলিটদের৷  প্যারালিম্পিকে প্রথম ভারতীয় শুটার হিসাবে সোনা জিতে ইতিহাস গড়েন অবনি লেখারা৷ তারপর থেকে একের পর এক পদক আসতে থাকে ভারতের ঝুলিতে৷ সুমিতের সোনার সুবাদে এবারের প্যারালিম্পিকে সাতটি পদক এল ভারতের ঝুলিতে৷
অন্যদিকে ডিস্কাস থ্রো-য়ে উজ্জ্বল ভারত৷ পুরুষদের (এফ-৫৬)বিভাগে ডিস্কাস থ্রো-য়ে ৪৪.৩৮ মিটার ছূঁড়ে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া৷ অভিষেক প্যারালিম্পিকে পদক যোগেশের৷ কোনো প্রশিক্ষকের সহায্য ছাড়াই আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে রুপো অর্জন করে শোরগোল ফেলে দিয়েছেন যোগেশ৷ রুপো পাওয়ার পর সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ২৪ বছরের যোগেশ জানিয়েছেন, এই অনুভূতিটা অসাধারণ৷ এখানে রুপো পাওয়াটা আগামী প্যারিস প্যারালিম্পিকে সোনা জেতার জন্য আরও বেশী করে অনুপ্রেরণা জোগাবে৷ 

এখানেই শেষ নয় এদিন জ্যাভলিন থ্রো-য়ে জোড়া পদক ভারতে৷ পুরুষদের জ্যাভলিন থ্রো-য়ের (এফ-৪৬) বিভাগের ফাইনাল খেলায় রুপো এবং ব্রোঞ্চ পেয়েছেন দেবেন্দ্র ঝাঁঝারিয়া ও সুন্দর সিং গুজ্জর৷ ২০০৪ সালে এথেন্স প্যারালিম্পিক ও রিও অলিম্পিকে সোন জয়ী দেবেন্দ্র৷ সোনর হ্যাটট্রিকের লক্ষ্য টোকিও প্যারালিম্পিকে  নেমেছিলেন দুবারের সোনা জয়ী ভারতের জ্যাভলিন থ্রো-য়ের দেবেন্দ্র ঝাঁঝারিয়া৷ কিন্তু রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে৷ 

ফাইনাল খেলায় ৬৪.৩৫ মিটার থ্রো করে রুপো পেয়েছেন৷ এই বিভাগেই দেবেন্দ্রের পাশাপাশি ব্রোঞ্চ পেয়েছেন সুন্দর সিং গুজ্জর৷ ফাইনালে ৬৪.০১ মিটার জ্যাভলিন ছুঁড়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্চ জেতেন সুন্দর৷ এই প্রতিযোগিতায় ৬৭.৭৯ মিটার জ্যাভলিন ছুঁড়ে প্রথম স্থান অধিকার করেন ভারতের পড়শী দেশ শ্রীলঙ্কার দীনেশ প্রিয়ান হেরাথ৷

No comments:

Post a Comment