নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে রাজনৈতিক বেশ্যা ঠিক এই ভাষাতেই বাবুল সুপ্রিয়কে আক্রমণ করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আইনজীবী অরুণাভ ঘোষ। শনিবার আসানসোলের সাংসদ বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দেন। তারপরই একটি প্রথম সারির নিউজ পোর্টালে সাক্ষাৎকারে বাবুলের দলবদল নিয়ে তীব্র সমালোচনা করেন অরুণাভ বাবু। তিনি বলেন, একটা নির্লজ্জ লোক। যেহেতু মন্ত্রীত্ব দেয়নি চলে গেল। এই সব লোক রাজনীতিতে এসেছে নিজেদের ঘৃনা হচ্ছে। তাও এস ইউ সি আই, সিপিএমে জয়েন করলে বুঝতাম আদর্শ আছে।
এরপরই বহু লড়াইয়ের সাক্ষী এই রাজনীতিবিদের মন্তব্য,এর থেকে যৌনকর্মীরা বিশ্বাসযোগ্য। ওঁরা পেটের দায়ে করে। কিন্তু বাবুলদের মতো লোক কারো বাড়ি ঢুকলে বাড়ি তছনছ করে দেবে।
একই সঙ্গে ভবানীপুরের ভোটে বাবুলকে প্রচারে নামালে আখেরে বিজেপির উপকার হবে বলে তিনি জানান। তাঁর প্রশ্ন, বাবুলের পক্ষে সাধারণ মানুষের রায় যাবে? ভবানীপুর নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমকেও খোঁচা দিয়েছেন অরুণাভ ঘোষ। তিনি বলেন, আজে বাজে বকে বিজেপি প্রার্থীকে ফোকাস করে দিয়েছে। তবে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল লড়ছে বলেও তিনি জানান।
পাশাপাশি এই সাক্ষাৎকারে অরুণাভ বাবু বিজেপিকেও কাঠগড়ায় তুলেছেন। বিধানসভা ভোটে তৃনমূল থেকে আসা ১৪৮ জনকে টিকিট দিয়ে বিজেপিও এই জিনিস করেছে। দুটো দলেরই কার্যকলাপ নিয়ে তাঁর চাঁচাছোলা মন্তব্য, বিজেপি ও তৃনমূল গুয়ের এপিঠ-ওপিঠ।
No comments:
Post a Comment