মানস বাবু মাথায় আঘাত পেয়েছিলেন। দীর্ঘ দিন ধরে কলকাতার মল্লিক বাজারে একটি নার্সিং হোমে ভর্তি ছিলেন। সেখান থেকে ঠাকুরপুকুর এলাকায় অপর এক নার্সিং হোমে তাঁকে নিয়ে যাওয়া হয়। আজ সেখানেই বিজেপি নেতা মানস সাহা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এরপরই রাজ্য বিজেপির সহ সভাপতি তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এই মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, তথ্য প্রমান রয়েছে ওই দিন গননা কেন্দ্রের সামনে তৃনমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার লোকেরা মানসকে ফেলে পিটিয়েছিল। পুলিশ ছিল নীরব দর্শক। মৃতার পরিবারের লোকেরাও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। তাঁরাও সিবিআই তদন্ত চেয়েছেন।
No comments:
Post a Comment