সেই মতো আজ নির্বাচন কমিশন হলফনামা জমাও দেয়। কিন্তু হলফনামায় অসন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। পরে হলফনামা নিয়ে কমিশন অতিরিক্ত সময় চাইলে আদালত তা খারিজ করে দেয়। চার পাতার হলফনামা ভুল ভ্রান্তিতে ভরা। এদিন আদালত মুখ্য সচিবের লেখা চিঠিতে একটা কেন্দ্রে কেন সাংবিধানিক সংকট প্রশ্ন তোলেন। চিঠি লেখার পেছনে অন্য কেন্দ্রের ক্ষেত্রে সেটা কেন প্রযোজ্য হল না সেই নিয়েও প্রশ্ন ছুড়ে দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এই বিষয়ে মুখ্য সচিবের উদ্দেশ্যই বা কি সেই প্রশ্নও ছুড়ে দেন। এরপর ডিভিশন বেঞ্চের প্রশ্ন, একটা কেন্দ্রের জয়ী প্রার্থীকে পদত্যাগ করিয়ে পুনরায় ভোট তাহলে জনগণ কেন এত টাকা দেবে? একটা কেন্দ্রে ভোটে খরচ কত তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে জানতেও চায় আদালত।
এদিন মামলার শুনানি শেষ করে হাইকোর্ট। এখন রায়দান ঘোষণা বাকি।
No comments:
Post a Comment