যদিও এর নাম রাজনীতি। অসম্ভব বলে কিছু হয়না। অতীত ঘাটলে দেখা যাবে অনেক শিষ্যই রাজনীতিতে গুরুকে টপকে যাত্রা ভঙ্গ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত ববি কর্পোরেশনের প্রশাসক। একাধারে পরিবহন দপ্তরের মন্ত্রী।
তৃতীয়বার ক্ষমতায় এসে পৌর ও নগরোন্নয়ন দপ্তর হাতছাড়া হয়েছে। এবারে তৃণমূলের মন্ত্রীসভায় অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের ছায়াই প্রকট। তাছাড়া কলকাতা পুরসভায় ভুয়ো ভ্যাকসিন কান্ডে দলের মুখ পুড়েছে। তারপর থেকে মমতার ঘনিষ্ঠ মহলে ববিকে নিয়ে কানাঘুষো শোনা গিয়েছে। এরওপর শহরের জল যন্ত্রণা ও নিকাশি ব্যবস্হা নিয়ে সাধারণের ক্ষোভ গিয়ে পড়েছে মেয়রের ওপর। সবকিছু নিয়ে ফিরহাদ হাকিম ঘরে-বাইরে চাপের মধ্যে রয়েছেন। এসবের বাইরে তাঁর ঘাড়ে নারদ মামলার খাড়া ঝুলছে।
সিবিআই তাঁকে গ্রেপ্তার করেছিল। বর্তমানে জামিনে রয়েছেন। এই মামলায় ইতিমধ্যে ইডি ফিরহাদের নামে চার্জশিট দাখিল করেছে। ভবানীপুর উপনির্বাচন ঘোষণা হতেই প্রথম দিন থেকে অলিগলিতে ঘুরছেন দিদির প্রিয় ববি। তৃনমূলের সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় থেকে একাধিক হেভিওয়েট প্রচারে নামলেও সকাল সন্ধ্যায় প্রচারে সেই ফিরহাদ।
এরপর একদা তৃনমূল দলকে প্রতিষ্ঠা দেওয়ার অন্যতম কারিগর বর্তমানে রাজ্য বিজেপির সহ সভাপতি সাংসদ অর্জুন সিংয়ের বিষ্ফোরক দাবি ঘিরে তীব্র জল্পনা উস্কে দিল।
No comments:
Post a Comment