Tuesday, September 28, 2021

নৈহাটিতে মৃত বিজেপি কর্মী সন্তু মন্ডলের বাড়িতে সিবিআই

নিজস্ব প্রতিনিধিঃ ভোট পরবর্তী হিংসায় মৃত্যুর তদন্তে নৈহাটিতে এল সিবিআই। অভিযোগ ছিল ভোটের ফল প্রকাশের পরদিন নৈহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বেনেপুকুর পাড় এলাকার বাসিন্দা বিজেপির সক্রিয় কর্মী যুবক সন্তু মন্ডলকে  বেধড়ক মারধর করেছিল তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁকে সংকটজনক অবস্থায় প্রথমে নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ওঁর করোনা পজিটিভ ধরা পড়ে। 
পরবর্তীতে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। ৪ ঠা মে রাতে সন্তুর মৃত্যু হয়। তার আগে ২ রা মে রাতে একদল দুষ্কৃতী বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছিল।সেই ঘটনার তদন্তে মঙ্গলবার সকালে মৃতের বাড়িতে আসে সিবিআই-র দুই প্রতিনিধি। তাঁরা সন্তু মন্ডলের বাড়ির লোকেদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জেনে নেন। 

সন্তু মায়ের সঙ্গে মামা বাড়িতে থাকত। মা কাজে চলে যাওয়ায় এদিন মৃতের মায়ের সঙ্গে কথা বলতে পারেনি তদন্তকারী দলের প্রতিনিধিরা। তবে সন্তুর মামী রুনু বিশ্বাস জানিয়েছেন, সিবিআই-র লোকেরা ভাঙচুর দেখলেন।ঘটনার কথা শুনেছেন। এর বেশি কিছু জিজ্ঞাসা করেননি।

No comments:

Post a Comment