Sunday, October 3, 2021

মমতা সফল পাশে অভিষেক, মুকুল ব্যর্থ

নিজস্ব প্রতিনিধিঃ তৃনমূল দলে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে একদা সেকেন্ড ইন কমান্ড সদ্য গেরুয়া ফেরত মুকুল রায়ের দেখা মিলল না। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত যতগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন (নন্দীগ্রাম বাদে) সবগুলোর গননা শেষে কালীঘাটে মুকুল রায় পাশে থাকত। 

দলে ফিরেও আশ্চর্যজনক ভাবে মুকুল উধাও। যদিও ঘাসফুলের ব্যাটন এখন এই প্রজন্মের অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের হাতে। তৃতীয়বার দলকে ক্ষমতায় আনতে তাঁর ভূমিকা সকলেই দেখেছে। এখন সে রীতিমতো বাংলার রাজনীতির অন্যতম সফল মুখ। দক্ষতার সঙ্গে দলকে পরিচালনা করছেন। সেই অর্থে মুকুল রায়ের এখন পড়ন্ত বিকেল। 

পাশাপাশি তিনি পুরোপুরি ব্যর্থ ছেলের রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে। নিজ ভূমে পিতা-পুত্র এখন পরবাসী। বীজপুরে রায় পরিবারের বৃত্ত ভেঙে চুরমার। ক্ষমতা চলে যেতেই এলাকার মানুষজনের উপেক্ষা আর অনাদরে ছেলেকে দিন কাটাতে হচ্ছে। 

কাঁচরাপাড়ায় নিন্দুকেরা বলে, কর্মীদের ফেলে যারা পালিয়ে যায় তাদের কেউ বিশ্বাস করে না। তৃনমূল-বিজেপি দুটো দলকেই ছুরি মেরেছে পিতা ও পুত্র। 

একুশে কালীঘাট-কাঁচরাপাড়ার দূরত্ব মমতা-অভিষেক ঘুচিয়ে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অথচ বিশ্লেষকদের মতে, রাজনীতির অলিন্দে গুরুত্ব হারিয়ে মুকুল-শুভ্রাংশু আজ বাসি মালায় পরিনত হয়েছেন। দলের রাশ নতুন প্রজন্মের হাতে তুলে দিতে মমতা সফল। কিন্তু মুকুল রায় ছেলেকে জাহাজে চড়িয়েও ডুবন্ত নাবিক নিজেই বনে গেলেন।

No comments:

Post a Comment