এবারে বিধানসভা নির্বাচনে উত্তর বঙ্গের দিনহাটা ও নদীয়ার শান্তিপুর কেন্দ্র থেকে বিজেপি জয় লাভ করেছিল। যদিও দুই সাংসদ কোচবিহারের নিশীথ প্রামাণিক ও রানাঘাটের জগন্নাথ সরকার দাঁড়িয়েছিলেন।
তাঁরা বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদে থেকে যান। খড়দায় তৃনমূল প্রার্থী কাজল সিনহা জয় লাভ করেন। কিন্তু ভোট গননার আগেই তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যান। কাউন্সিলর থেকে প্রথমবার বিধায়ক হওয়াটা কাজল সিনহা দেখে যেতে পারলেন না। এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। তাঁর বিপরীতে বিজেপির তরুণ মুখ যুবমোর্চার লড়াকু জয় সাহা। আগেই এই কেন্দ্রের দায়িত্ব সাংসদ অর্জুন সিংয়ের হাতে তুলে দিয়ে লড়াইয়ের বার্তা দিয়ে রেখেছে বিজেপি।
No comments:
Post a Comment