Friday, October 8, 2021

বিধানসভায় পতাকা হাতে দলবদল ঘটিয়ে সারা দেশে বেনজির তৃণমূলের

নিজস্ব প্রতিনিধিঃ কোনটা শাসক দলের কার্যালয় কোনটা আইনসভা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বোঝা বড় দুষ্কর হয়ে উঠেছে। ইতিহাসকে পাল্টে দিয়ে যা বৃহস্পতিবার নজির সৃষ্টি করল রাজ্যের তিন বারের ক্ষমতাসীন দল তৃনমূল কংগ্রেসে। 

বিধানসভার কক্ষে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে দলবদলের দৃশ্য দেখল বাংলার রাজনৈতিক সচেতন মানুষ। ছিলেন আরো এক মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। দলে কাকে যোগদান করালেন, না ভুল বুঝে বিজেপিতে চলে যাওয়া লুচি-আলুরদম নেতা সব্যসাচী দত্তকে। রীতিমতো ঘাসফুলের পতাকা খুঁজে এনে পার্থ চট্টোপাধ্যায় সব্যসাচীর হাতে ধরিয়ে দিলেন। বিধানসভার শিষ্টাচার,গরিমা এসবের তোয়াক্কা না করে শাসনতন্ত্রকে একধাপ এগিয়ে দিলেন আইনসভার পোড়খাওয়া সদস্যরা। 

আর এরপরই তোপ দাগলেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি দলবদলের ছবি ট্যুইট করে বিঁধলেন তৃনমূলকে। শুভেন্দু ট্যুইটে লেখেন, 'পশ্চিমবঙ্গ বিধানসভা একটি বিরল মুহূর্তের সাক্ষী থাকল, যা ভারতের কোনো বিধানসভায় নজির নেই। শাসকদল বিধানসভাকে নিজেদের দলীয় কার্যালয় বানিয়ে দলবদল ঘটাল'। এই ঘটনার দৃশ্য বেরিয়ে আসতেই রাজ্য জুড়ে সাধারণ সচেতন মানুষের নিন্দার ঝড় ওঠে। সামাজিক মাধ্যমে ট্রোল শুরু হয়ে যায়।

 কিন্তু তাপ-উত্তাপ নেই তথাকথিত বাংলার বুদ্ধিজীবীদের। এ রাজ্যে কংগ্রেস ও বামফ্রন্টের দীর্ঘ শাসনকালে বিধানসভার গরিমা অক্ষুণ্ন থেকেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যারা কথায় কথায়  কেন্দ্রের শাসককে দেশের ইতিহাস পাল্টে দিচ্ছে বলে দেগে দেয় তাদের কার্যকলাপ আর যাই হোক ভূগোল বদলে দিচ্ছে।

No comments:

Post a Comment