বিধানসভার কক্ষে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে দলবদলের দৃশ্য দেখল বাংলার রাজনৈতিক সচেতন মানুষ। ছিলেন আরো এক মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। দলে কাকে যোগদান করালেন, না ভুল বুঝে বিজেপিতে চলে যাওয়া লুচি-আলুরদম নেতা সব্যসাচী দত্তকে। রীতিমতো ঘাসফুলের পতাকা খুঁজে এনে পার্থ চট্টোপাধ্যায় সব্যসাচীর হাতে ধরিয়ে দিলেন। বিধানসভার শিষ্টাচার,গরিমা এসবের তোয়াক্কা না করে শাসনতন্ত্রকে একধাপ এগিয়ে দিলেন আইনসভার পোড়খাওয়া সদস্যরা।
কিন্তু তাপ-উত্তাপ নেই তথাকথিত বাংলার বুদ্ধিজীবীদের। এ রাজ্যে কংগ্রেস ও বামফ্রন্টের দীর্ঘ শাসনকালে বিধানসভার গরিমা অক্ষুণ্ন থেকেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যারা কথায় কথায় কেন্দ্রের শাসককে দেশের ইতিহাস পাল্টে দিচ্ছে বলে দেগে দেয় তাদের কার্যকলাপ আর যাই হোক ভূগোল বদলে দিচ্ছে।
No comments:
Post a Comment