Saturday, October 9, 2021

নন্দীগ্রামে ১১ তৃনমূল নেতা-কর্মীকে গ্রেপ্তার করল সিবিআই


নিজস্ব প্রতিনিধিঃ নন্দীগ্রামে বিজেপি নেতা খুনের ঘটনায় ১১ জন তৃনমূল কর্মী গ্রেপ্তার। ভোট পরবর্তী হামলায় নন্দীগ্রামের বিজেপি নেতা দেবব্রত মাইতিকে খুন করার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। ওই ঘটনার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের টিম মৃতের বাড়িতে গিয়েছিল। এলাকার মানুষের সাথে তারা কথা বলেন। 

ধৃতরা হলেন শেখ সাহাবুদ্দিন, শেখ বৈতুল ইসলাম, শেখ হাবিবুল, মুক্তাদর ইসলাম, মহিদুল ইসলাম, অতুল রহমান, আব্দুল হায় শেখ, হায়াতুল ইসলাম, মুস্তাক রহমান, শেখ নজরুল ইসলাম ও হায়দার। এদের মধ্যে নন্দীগ্রাম তৃনমূলের নেতা শেখ সুফিয়ানের জামাইও রয়েছেন। তিনি ওখানকার একটি পঞ্চায়েতের প্রধান। 

সিবিআই-র হাতে একসঙ্গে এত নেতা ও কর্মী গ্রেপ্তার হতেই তৃনমূল প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়।

No comments:

Post a Comment