Saturday, October 9, 2021

শোকের আবহে বেলেঘাটার নিহত বিজেপি কর্মী অভিজিত সরকারের পুজো


নিজস্ব প্রতিনিধিঃ
ভোট পরবর্তী হিংসায় নিহত শহীদের স্মৃতির দুর্গাপুজো এবার কলকাতার বেলেঘাটা কাদাপাড়ায়। নেই জাঁকজমক। থাকছে না আলোর রোশনাই এবং শব্দ। ভোটের ফল প্রকাশের পর বেলেঘাটা বিধানসভার বিজেপি কর্মী অভিজিত সরকারকে খুন করে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা। মৃত্যুর আগে অভিজিতের লাইভ ভিডিও ভাইরাল হয়েছিল। 

ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় হয়। জাতীয় মানবাধিকার কমিশন থেকে সিবিআই প্রতিনিধিরা দফায় দফায় তদন্তে যায়। ঘটনা নিয়ে বেলেঘাটা থানার ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। 

নিহত অভিজিত সরকারের প্রতিষ্ঠিত এলাকার সরস্বতী ও কালী মন্দির পরিষদের দুর্গাপুজো এবার উদ্বোধন করলেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এই পুজো অত্যন্ত শোকের আবহে অনুষ্ঠিত হচ্ছে। কোনো আনন্দ অনুষ্ঠান নেই। ঢাক বাজবে না।  মাইকের শব্দও থাকছে না। মন্ডপের একাংশে অভিজিতের ছবি ও ভোট পরবর্তী হিংসার ব্যানার টাঙ্গিয়ে প্রতিবাদ স্বরূপ দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে।

No comments:

Post a Comment