Thursday, April 28, 2022

২'রা মে ভোট পরবর্তী হিংসার এক বছর, অরন্ধণ ও উপোস পালনে বিজেপি


নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২'রা মে ভোট পরবর্তী হিংসার এক বছর পূর্ণ হবে। ওই দিন রাজ্য জুড়ে অরন্ধণ ও উপবাস পালন করবে বিজেপি। এই মর্মে বিজেপি কর্মীদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে নেতৃত্ব। 
এই কর্মসূচির রূপ দিতে বিজেপির পক্ষ থেকে শ্রাদ্ধ অনুষ্ঠানের আমন্ত্রিত কার্ডের মতোই একটি বয়ান লেখা হয়েছে। তাতে ভোট পরবর্তী হিংসায় শহীদদের নাম উল্লেখ করা হয়েছে। 

গত ২০২১ সালের ২'রা মে বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়। ওই দিন থেকে পরবর্তী সময়ে বহু বিজেপি নেতা-কর্মীকে খুন করার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। বহু বিজেপি কর্মীর ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট হয়। ঘরছাড়া হয়ে যায় অসংখ্য কর্মী। 

পরবর্তীতে সিবিআই, এন এইচ আর সি ঘটনার তদন্ত করে। রিপোর্ট জমা পড়ে হাইকোর্টে। শেষে আদালতের নির্দেশে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরায় পুলিশ প্রশাসন। 

 হিংসায় নিহত রাজ্যের বিভিন্ন স্থানের ৪০ জন বিজেপি কর্মীর নাম কার্ডে ছাপা হয়েছে। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়িতে রান্না বন্ধ রেখে উপোসের মাধ্যমে ওই দিনটি পালনের শপথ নিয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা।

Tuesday, April 26, 2022

কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু নৈহাটি জুটমিলে


নিজস্ব প্রতিনিধিঃ কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হল নৈহাটি জুটমিলে। মৃত শ্রমিক বৃন্দাচল দাস (৫০)। তিনি স্পিনিং বিভাগের সর্দার ছিলেন। 

মঙ্গলবার বি- শিফটে কাজ করছিলেন। রাত ৯ টা নাগাদ অসুস্থ হয়ে পড়েন।  কিছু সময় পরে মিলের মধ্যেই তাঁর মৃত্যু ঘটে। শ্রমিকদের দাবি,অত্যাধিক গরমের কারণে তিনি মারা গিয়েছেন। মৃত শ্রমিক নৈহাটি থানার গৌরীপুর অঞ্চলে একাই থাকতেন। পরিবার বিহারে রয়েছে।

ঘটনার খবর পেয়ে জুটমিলের গেটে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ। যদিও শ্রমিকের মৃত্যু নিয়ে মিল কর্তৃপক্ষ কিছুই জানায়নি।

Tuesday, April 19, 2022

নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় রাতেই বিজেপির প্রতিনিধিরা নৈহাটি থানায়


নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটিতে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় রাতেই বিজেপির প্রতিনিধিরা থানায় হাজির হয়। তাঁরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে নৈহাটি থানার আই সি অরুপ ঘোষের সঙ্গে কথা বলেন। 

অভিযোগ,সোমবার দুপুরে বড়া কালীতলা এলাকায় চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে স্থানীয় একটি বাঁশ বাগানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় বড়ার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের তাপস কুন্ডু। নাবালিকা বাড়িতে এসে কেঁদে ফেলে। তারপর সে দিদিকে ঘটনার কথা জানায়। মেয়েটিকে চিকিৎসার জন্য নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এরপরই এলাকার লোকজন জড়ো হয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনা চাউর হতেই ব্যারাকপুর বিজেপির জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জী নিন্দা প্রকাশ করেন। তিনি জেলা নেতৃত্বকে মেয়েটির পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে বলেন। 

বিজেপির জেলা সম্পাদক মানস মজুমদারের নেতৃত্বে পাঁচ সদস্য নৈহাটি থানায় এসে নাবালিকার মায়ের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার সকালে মেয়েটির বাড়িতে যাবে বিজেপির প্রতিনিধিরা। রাজ্য নেতৃত্বের তরফে একজন আসার কথাও রয়েছে।

Wednesday, April 13, 2022

বিদ্রোহী আরো চার কাউন্সিলর নৈহাটি পুরসভায়

 
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটি পুরসভার আরো চার কাউন্সিলর ইস্তফার পথে? মঙ্গলবারই এক কাউন্সিলর রাজেশ সাউ পদত্যাগপত্র পুরপ্রধান, দলের সভাপতি এবং বিধায়ককে দিয়েছেন। যদিও তিনি পদত্যাগের চিঠি মহকুমা শাসকের কাছে দেননি। তবে দিচ্ছেন বলে কাউন্সিলর সিদ্ধান্তে অনড়। 

সূত্রের দাবি, মূলত পুরনো কয়েকজন কাউন্সিলর এবারও পৌরবোর্ড গঠনে উপেক্ষিত হওয়ায় ক্ষোভ তুঙ্গে। তাঁদের মধ্যে রাজেশ সাউ একজন। দুর্দিনের তৃণমূল কর্মী। তিনবারের কাউন্সিলর। 

২০১৯ সালে নৈহাটির ১৫ জন কাউন্সিলর দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেসময় রাজেশ গৌরীপুর অঞ্চলে একাই তৃনমূল কাউন্সিলর। তাঁকে প্রচুর হেনস্থার মুখে পড়তে হয়েছে। 

বিজেপি থেকে ফিরে তৃনমূলে টিকিট  পাওয়া ওই এলাকারই কাউন্সিলর রাজেন্দ্র গুপ্তাকে নিয়ে গৌরীপুরের আদি তৃনমূল কর্মীদের ক্ষোভ সামনে এসেছে। তাঁকে জল বিভাগের সি আই সি করা নিয়ে তারা নেতৃত্বের প্রতি ঘৃনা উগরে দিচ্ছে।

সূত্র জানাচ্ছে, প্রশাসক দিয়ে পুরসভা চলাকালীন এই রাজেশ সাউ জল বিভাগ সামলেছেন। অথচ তৃতীয় বার ক্ষমতায় এসে দল তাঁকে মর্যাদা দিলই না। এরকম বিদ্রোহী আরো চার কাউন্সিলর। তীর প্রত্যেকের বিধায়কের দিকেই। কেউ কেউ প্রশ্ন তুলেছেন পুরবোর্ডের পূর্ত ও স্বাস্থ্য দুটি পদে কোনো বদল নেই কেন।

Tuesday, April 12, 2022

নৈহাটির এক কাউন্সিলরের চুপিসারে ইস্তফা


নিজস্ব প্রতিনিধিঃ পৌরবোর্ড গঠনের পনের দিনের মধ্যেই কাউন্সিলর পদে ইস্তফা নৈহাটি পুরসভায়। কাউন্সিলর রাজেশ সাউ নৈহাটির ৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন। এবার নিয়ে তিন বারের তিনি কাউন্সিলর। 

সোমবার নৈহাটি পুরসভায় পাঁচ সদস্যের হাতে দপ্তর বণ্টন করা হয়। পূর্ত বিভাগ মানস পাল,স্বাস্থ্য ও জনস্বাস্থ্য কারিগরীতে সনৎ দে, শিক্ষায় কানাই লাল আচার্য, জল রাজেন্দ্র গুপ্তা ও আলোর দায়িত্বে সদ্য জয়ী পার্থ প্রতিম দাশগুপ্ত। 

কিন্তু তৃনমূল দলের দুর্দিনের রাজেশ সাউয়ের ভাগ্যে শিকে ছিঁড়ল না। এটাই কি কারন সে প্রশ্নের উত্তর অবশ্য রাজেশ বাবু জানান নি। যা বলার পরে বলবেন জানিয়েছেন। তিনি তাঁর ইস্তফা পত্র মঙ্গলবার পুরপ্রধানের নিকট পাঠিয়ে দিয়েছেন। এখন দেখার দল কি সিদ্ধান্ত নেয়।

Monday, April 11, 2022

মুখ পুড়ছে শিক্ষায়, পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি এস সি'র নিয়োগ কমিটি বেআইনি


নিজস্ব প্রতিনিধিঃ সমাজ গড়ার কারিগররাই আজ ভুয়ো। পাহাড় প্রমান দুর্নীতিতে ডুবে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ-ডি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ সম্পূর্ণ বেআইনি। সোমবার ডিভিশন বেঞ্চে জানাল হাইকোর্টের নিযুক্ত তদন্ত কমিটি।

 বিষ্ফোরক এই রিপোর্টে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি কমিটিকে বেআইনি উল্লেখ করা হয়েছে। ওই কমিটির শান্তি প্রসাদ সিনহা ও কল্যাণ গাঙ্গুলি ভুয়ো নিয়োগপত্র তৈরি করেছে। 

তদন্তে ধরা পড়েছে এমন ৬০৯ জন চাকরি পরীক্ষায় পাশ করেনি। প্যানেলে তাদের নাম রয়েছে। সেই প্যানেল থেকে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। অথচ পরীক্ষায় পাশ করা এমন ৬০৯ জনের নাম উধাও। এই ভুয়ো প্যানেলে নথিভুক্তদের নিয়োগপত্র দিতে সুপারিশ করেছিল শিক্ষা মন্ত্রীর তৈরি কমিটির এক সদস্য সমরজিৎ চ্যাটার্জী। 

বিচারপতি সুব্রত তালুকদারের কাছে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেয়ার পরই এস এস সি'র চেয়ারম্যান কল্যানময় গাঙ্গুলি ও শান্তি প্রসাদ সিনহারা আরো বিপাকে পড়ল। কার্যত স্কুল সার্ভিস কমিশন দুর্নীতির আখড়া। এস এল এস টি থেকে প্রাথমিক শিক্ষক এবং নবম, দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে ল্যাজে গোবরে অবস্থায় রাজ্যের শিক্ষা দপ্তর। 

এই মুহূর্তে খানিকটা বোধদয় হয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলেছেন।

Friday, April 8, 2022

পলতায় ঘরের মধ্যেই গৃহবধূ খুন, রহস্য জোরালো


নিজস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুর শিল্পাঞ্চলে আবারো খুনের ঘটনা। এবার এক মহিলার গলার নলি ও হাতের শিরা কাটা রক্তাক্ত দেহ  উদ্ধার হল ঘরের মধ্যে থেকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পলতায়। 

শনিবার রাতে নোয়াপাড়া থানার পলতার জহর কলোনীর ঘটনা। মৃত বছর ২৪ এর অঞ্জনা দেবী। রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ বিছানায় পড়ে ছিল। মৃতার স্বামী অমল লাল বায়ু সেনা কর্মী। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলে দুই কন্যা সন্তান নিয়ে অমল বাবু কাছেপিঠে পার্কে গিয়েছিলেন। সন্ধেতে বাড়ি ফিরে দেখেন স্ত্রী বিছানায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে। মৃতার স্বামীর কান্নাকাটি শুনে পড়শিরা ছুটে আসেন। খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে। 

স্থানীয়দের দাবি, ওই মহিলাকে খুন করা হয়েছে। গলার নলি ও হাতের শিরা কাটা ছিল। এই ঘটনার পিছনে রহস্য খতিয়ে দেখছে নোয়াপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, দিন পনেরো আগে বায়ু সেনা কর্মী ওই এলাকায় ভাড়া এসেছেন।

Monday, April 4, 2022

তপন কাঁদুর খুনেও পুলিশের ওপর আস্থা রাখল না হাইকোর্ট, সিবিআইকে তদন্তের ভার

নিজস্ব প্রতিনিধিঃ আবারো রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারল না হাইকোর্ট। পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কাঁদুর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত। 

পুলিশ প্রথম থেকেই খুনের তদন্তে পারিবারিক বিবাদের তত্ত্ব খাড়া করছিল। রবিবার পুরুলিয়ার এস পি সংবাদ মাধ্যমে পরিষ্কার জানিয়েছিলেন, পারিবারিক বিবাদেই খুন হন তপন কাঁদু। ঘটনায় ঝালদা থানার আই সি জড়িত নন একথাও বলেন। সোমবার কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতেই কার্যত মুখ পুড়ল জেলা পুলিশের। 

এদিন আদালত পুলিশের তদন্ত পক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি তপন কাঁদুর হত্যার সমস্ত নথি সিবিআই'র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্ট তদন্তের প্রাথমিক রিপোর্ট ৪৫ দিনের মধ্যে সিবিআইকে জমা দিতে বলে। 

সিবিআই তদন্তে খুশি নিহত কংগ্রেস কাউন্সিলরের পরিবার। নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্নিমা কাঁদু প্রথম দিন থেকে সিবিআই তদন্ত চেয়ে এসেছেন। তিনি বার বার অভিযোগ জানিয়ে আসছিলেন তাঁর স্বামীকে হত্যার পেছনে পুলিশ যুক্ত। চক্রান্ত করে তাঁর পরিবারকে ফাঁসাচ্ছিল পুলিশ। 

এই রায়ের পর পূর্নিমা দেবী জানান, এবার সঠিক তদন্ত হবে। আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম তারাই আমার স্বামীকে খুন করেছে। এদের পিছনে বড় বড় মাথাও রয়েছে। তিনি দোষীদের ফাঁসি চাইলেন।

গত ১৩ মার্চ দুষ্কৃতীদের গুলিতে খুন হন ঝালদা পুরসভার নির্বাচিত কাউন্সিলর তপন কাঁদু। এরপরই ঝালদা থানার আই সি সঞ্জীব ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নিহতের পরিবার। অভিযোগ, পুরবোর্ড গঠন নিয়ে তৃনমূল দলে যোগদান করতে চাপ সৃষ্টি করেছিল স্বয়ং থানার আই সি। হাইকোর্টের এই রায়ে খুশি পুরুলিয়ার কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।

Sunday, April 3, 2022

উপ-পুরপ্রধানের নাম নিয়ে জোর চর্চা চলছে ভাটপাড়ায়


বিল্টু কাশ্যপঃ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সবক'টি পুরসভায় ঘোষিত হয়ে গিয়েছে উপ-পুরপ্রধানের নাম। একমাত্র অর্জুন গড়েই এখনও পর্যন্ত উপ-পুরপ্রধানের নাম ঘোষণা করা হয়নি। বোর্ড গঠিত না হওয়ায় উন্নয়নও থমকে গিয়েছে। সূত্র বলছে, দু-একদিনের মধ্যেই ঘোষিত হয়ে যাবে ভাটপাড়ার উপ-পুরপ্রধানের নাম। 

যদিও উপ-পুরপ্রধানের নাম নিয়ে জোর চর্চা চলছে ভাটপাড়ায়। ৩৫টি ওয়ার্ড বিশিষ্ট ভাটপাড়া পুরসভা। এর মধ্যে ১ থেকে ১৭ নম্বর ওয়ার্ড ভাটপাড়া বিধানসভার অন্তর্গত। ১৮ থেকে ৩৫ জগদ্দল বিধানসভার অধীনস্থ। ইতিহাস বলছে, ভাটপাড়া বিধানসভার কোনও ওয়ার্ড থেকে যদি পুরপ্রধান নির্বাচিত হন, তাহলে উপ-পুরপ্রধান হবেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের কোনও ওয়ার্ডের কাউন্সিলর। 

বামআমল থেকেই এই প্রথা চলে আসছে। এতদিন ঘাসফুল জমানায়ও সেই রেওয়াজই ছিল। সূত্র বলছে, এবার পুরানো প্রথার অবসান হতে চলেছে। ভাটপাড়ার ১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী দেবজ্যোতি ঘোষের উপ-পুরপ্রধান হওয়ার সম্ভবনা প্রবল। উপ-পুরপ্রধানের দৌঁড়ে আছেন ২৬ নম্বর ও ২৭  ওয়ার্ড থেকে জেতা যথাক্রমে অরুন ব্রহ্ম ও সোমনাথ তালুকদার। 

তবে পুরানো প্রথা যদি অটুট থাকে, তাহলে অরুন ব্রহ্ম কিংবা সোমনাথ তালুকদারের মধ্যে একজনের উপ-পুরপ্রধান হওয়ার সম্ভবনা প্রবল। ভাটপাড়ার এক পুরপিতার কথায়, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। দল যাকে উপ-পুরপ্রধানের পদ সপে দেবেন, সবাই তাকেই মেনে নেবে। 

তবে উপ-পুরপ্রধানের ক্ষেত্রে পুরানো রীতিই বহাল থাকে কিনা নতুন রীতির প্রচলন হয়, সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

Friday, April 1, 2022

মহিলা তৃনমূল কংগ্রেসের ব্যানারে বিধানসভার নামের বিকৃতি বানান, কটাক্ষ শিক্ষা নিয়ে


নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির আবেগকে উস্কে দিয়ে রাজনৈতিক ময়দান কাঁপায় যে দল সেই দলটি বাংলা ভাষার প্রতি কতটা যত্নশীল তা বহ অংশে প্রশ্নের মুখে। 

বৃহস্পতিবার মহিলা তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রল,ডিজেল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বীজপুরে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলের সামনে দেখা যায় ব্যানারটির নিচে বীজপুর শব্দটি লেখা হয়েছে 'বিচপুর'। 

কয়েকশো মহিলা ও পুরুষ তৃনমূল কর্মীরা মিছিলে হাঁটলেন। কিন্তু একজনের নজরেও এল না এরকম একটি বিকৃতি বানানে স্থানের নাম লেখা হয়েছে। সোস্যাল মিডিয়ায় এই ব্যানারের ছবি ছড়িয়ে পড়তেই হাসাহাসি শুরু হয়েছে। কেউ কেউ কটাক্ষও ছুড়ে দিয়েছেন। 

যেমন বীজপুরের হালিশহর পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান তথা বিজেপি নেতা দেবাশীষ দত্ত লিখেছেন, ........ "সরকারে থাকা একটি রাজনৈতিক দল যদি আমাদের মাতৃভাষায় এত পটু হয়, তাহলে বোঝা যায় রাজ্যে শিক্ষা ব্যবস্থার কি বেহাল অবস্থা"।