Tuesday, April 26, 2022

কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু নৈহাটি জুটমিলে


নিজস্ব প্রতিনিধিঃ কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হল নৈহাটি জুটমিলে। মৃত শ্রমিক বৃন্দাচল দাস (৫০)। তিনি স্পিনিং বিভাগের সর্দার ছিলেন। 

মঙ্গলবার বি- শিফটে কাজ করছিলেন। রাত ৯ টা নাগাদ অসুস্থ হয়ে পড়েন।  কিছু সময় পরে মিলের মধ্যেই তাঁর মৃত্যু ঘটে। শ্রমিকদের দাবি,অত্যাধিক গরমের কারণে তিনি মারা গিয়েছেন। মৃত শ্রমিক নৈহাটি থানার গৌরীপুর অঞ্চলে একাই থাকতেন। পরিবার বিহারে রয়েছে।

ঘটনার খবর পেয়ে জুটমিলের গেটে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ। যদিও শ্রমিকের মৃত্যু নিয়ে মিল কর্তৃপক্ষ কিছুই জানায়নি।

No comments:

Post a Comment