Tuesday, April 19, 2022

নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় রাতেই বিজেপির প্রতিনিধিরা নৈহাটি থানায়


নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটিতে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় রাতেই বিজেপির প্রতিনিধিরা থানায় হাজির হয়। তাঁরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে নৈহাটি থানার আই সি অরুপ ঘোষের সঙ্গে কথা বলেন। 

অভিযোগ,সোমবার দুপুরে বড়া কালীতলা এলাকায় চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে স্থানীয় একটি বাঁশ বাগানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় বড়ার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের তাপস কুন্ডু। নাবালিকা বাড়িতে এসে কেঁদে ফেলে। তারপর সে দিদিকে ঘটনার কথা জানায়। মেয়েটিকে চিকিৎসার জন্য নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এরপরই এলাকার লোকজন জড়ো হয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনা চাউর হতেই ব্যারাকপুর বিজেপির জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জী নিন্দা প্রকাশ করেন। তিনি জেলা নেতৃত্বকে মেয়েটির পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে বলেন। 

বিজেপির জেলা সম্পাদক মানস মজুমদারের নেতৃত্বে পাঁচ সদস্য নৈহাটি থানায় এসে নাবালিকার মায়ের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার সকালে মেয়েটির বাড়িতে যাবে বিজেপির প্রতিনিধিরা। রাজ্য নেতৃত্বের তরফে একজন আসার কথাও রয়েছে।

No comments:

Post a Comment