নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটি পুরসভার আরো চার কাউন্সিলর ইস্তফার পথে? মঙ্গলবারই এক কাউন্সিলর রাজেশ সাউ পদত্যাগপত্র পুরপ্রধান, দলের সভাপতি এবং বিধায়ককে দিয়েছেন। যদিও তিনি পদত্যাগের চিঠি মহকুমা শাসকের কাছে দেননি। তবে দিচ্ছেন বলে কাউন্সিলর সিদ্ধান্তে অনড়।
সূত্রের দাবি, মূলত পুরনো কয়েকজন কাউন্সিলর এবারও পৌরবোর্ড গঠনে উপেক্ষিত হওয়ায় ক্ষোভ তুঙ্গে। তাঁদের মধ্যে রাজেশ সাউ একজন। দুর্দিনের তৃণমূল কর্মী। তিনবারের কাউন্সিলর।
২০১৯ সালে নৈহাটির ১৫ জন কাউন্সিলর দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেসময় রাজেশ গৌরীপুর অঞ্চলে একাই তৃনমূল কাউন্সিলর। তাঁকে প্রচুর হেনস্থার মুখে পড়তে হয়েছে।
বিজেপি থেকে ফিরে তৃনমূলে টিকিট পাওয়া ওই এলাকারই কাউন্সিলর রাজেন্দ্র গুপ্তাকে নিয়ে গৌরীপুরের আদি তৃনমূল কর্মীদের ক্ষোভ সামনে এসেছে। তাঁকে জল বিভাগের সি আই সি করা নিয়ে তারা নেতৃত্বের প্রতি ঘৃনা উগরে দিচ্ছে।
সূত্র জানাচ্ছে, প্রশাসক দিয়ে পুরসভা চলাকালীন এই রাজেশ সাউ জল বিভাগ সামলেছেন। অথচ তৃতীয় বার ক্ষমতায় এসে দল তাঁকে মর্যাদা দিলই না। এরকম বিদ্রোহী আরো চার কাউন্সিলর। তীর প্রত্যেকের বিধায়কের দিকেই। কেউ কেউ প্রশ্ন তুলেছেন পুরবোর্ডের পূর্ত ও স্বাস্থ্য দুটি পদে কোনো বদল নেই কেন।
No comments:
Post a Comment