Thursday, April 28, 2022

২'রা মে ভোট পরবর্তী হিংসার এক বছর, অরন্ধণ ও উপোস পালনে বিজেপি


নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২'রা মে ভোট পরবর্তী হিংসার এক বছর পূর্ণ হবে। ওই দিন রাজ্য জুড়ে অরন্ধণ ও উপবাস পালন করবে বিজেপি। এই মর্মে বিজেপি কর্মীদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে নেতৃত্ব। 
এই কর্মসূচির রূপ দিতে বিজেপির পক্ষ থেকে শ্রাদ্ধ অনুষ্ঠানের আমন্ত্রিত কার্ডের মতোই একটি বয়ান লেখা হয়েছে। তাতে ভোট পরবর্তী হিংসায় শহীদদের নাম উল্লেখ করা হয়েছে। 

গত ২০২১ সালের ২'রা মে বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়। ওই দিন থেকে পরবর্তী সময়ে বহু বিজেপি নেতা-কর্মীকে খুন করার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। বহু বিজেপি কর্মীর ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট হয়। ঘরছাড়া হয়ে যায় অসংখ্য কর্মী। 

পরবর্তীতে সিবিআই, এন এইচ আর সি ঘটনার তদন্ত করে। রিপোর্ট জমা পড়ে হাইকোর্টে। শেষে আদালতের নির্দেশে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরায় পুলিশ প্রশাসন। 

 হিংসায় নিহত রাজ্যের বিভিন্ন স্থানের ৪০ জন বিজেপি কর্মীর নাম কার্ডে ছাপা হয়েছে। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়িতে রান্না বন্ধ রেখে উপোসের মাধ্যমে ওই দিনটি পালনের শপথ নিয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা।

No comments:

Post a Comment