Friday, April 1, 2022

মহিলা তৃনমূল কংগ্রেসের ব্যানারে বিধানসভার নামের বিকৃতি বানান, কটাক্ষ শিক্ষা নিয়ে


নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির আবেগকে উস্কে দিয়ে রাজনৈতিক ময়দান কাঁপায় যে দল সেই দলটি বাংলা ভাষার প্রতি কতটা যত্নশীল তা বহ অংশে প্রশ্নের মুখে। 

বৃহস্পতিবার মহিলা তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রল,ডিজেল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বীজপুরে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলের সামনে দেখা যায় ব্যানারটির নিচে বীজপুর শব্দটি লেখা হয়েছে 'বিচপুর'। 

কয়েকশো মহিলা ও পুরুষ তৃনমূল কর্মীরা মিছিলে হাঁটলেন। কিন্তু একজনের নজরেও এল না এরকম একটি বিকৃতি বানানে স্থানের নাম লেখা হয়েছে। সোস্যাল মিডিয়ায় এই ব্যানারের ছবি ছড়িয়ে পড়তেই হাসাহাসি শুরু হয়েছে। কেউ কেউ কটাক্ষও ছুড়ে দিয়েছেন। 

যেমন বীজপুরের হালিশহর পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান তথা বিজেপি নেতা দেবাশীষ দত্ত লিখেছেন, ........ "সরকারে থাকা একটি রাজনৈতিক দল যদি আমাদের মাতৃভাষায় এত পটু হয়, তাহলে বোঝা যায় রাজ্যে শিক্ষা ব্যবস্থার কি বেহাল অবস্থা"।

No comments:

Post a Comment