বিল্টু কাশ্যপঃ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সবক'টি পুরসভায় ঘোষিত হয়ে গিয়েছে উপ-পুরপ্রধানের নাম। একমাত্র অর্জুন গড়েই এখনও পর্যন্ত উপ-পুরপ্রধানের নাম ঘোষণা করা হয়নি। বোর্ড গঠিত না হওয়ায় উন্নয়নও থমকে গিয়েছে। সূত্র বলছে, দু-একদিনের মধ্যেই ঘোষিত হয়ে যাবে ভাটপাড়ার উপ-পুরপ্রধানের নাম।
যদিও উপ-পুরপ্রধানের নাম নিয়ে জোর চর্চা চলছে ভাটপাড়ায়। ৩৫টি ওয়ার্ড বিশিষ্ট ভাটপাড়া পুরসভা। এর মধ্যে ১ থেকে ১৭ নম্বর ওয়ার্ড ভাটপাড়া বিধানসভার অন্তর্গত। ১৮ থেকে ৩৫ জগদ্দল বিধানসভার অধীনস্থ। ইতিহাস বলছে, ভাটপাড়া বিধানসভার কোনও ওয়ার্ড থেকে যদি পুরপ্রধান নির্বাচিত হন, তাহলে উপ-পুরপ্রধান হবেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের কোনও ওয়ার্ডের কাউন্সিলর।
বামআমল থেকেই এই প্রথা চলে আসছে। এতদিন ঘাসফুল জমানায়ও সেই রেওয়াজই ছিল। সূত্র বলছে, এবার পুরানো প্রথার অবসান হতে চলেছে। ভাটপাড়ার ১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী দেবজ্যোতি ঘোষের উপ-পুরপ্রধান হওয়ার সম্ভবনা প্রবল। উপ-পুরপ্রধানের দৌঁড়ে আছেন ২৬ নম্বর ও ২৭ ওয়ার্ড থেকে জেতা যথাক্রমে অরুন ব্রহ্ম ও সোমনাথ তালুকদার।
তবে পুরানো প্রথা যদি অটুট থাকে, তাহলে অরুন ব্রহ্ম কিংবা সোমনাথ তালুকদারের মধ্যে একজনের উপ-পুরপ্রধান হওয়ার সম্ভবনা প্রবল। ভাটপাড়ার এক পুরপিতার কথায়, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। দল যাকে উপ-পুরপ্রধানের পদ সপে দেবেন, সবাই তাকেই মেনে নেবে।
তবে উপ-পুরপ্রধানের ক্ষেত্রে পুরানো রীতিই বহাল থাকে কিনা নতুন রীতির প্রচলন হয়, সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
No comments:
Post a Comment