Monday, April 4, 2022

তপন কাঁদুর খুনেও পুলিশের ওপর আস্থা রাখল না হাইকোর্ট, সিবিআইকে তদন্তের ভার

নিজস্ব প্রতিনিধিঃ আবারো রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারল না হাইকোর্ট। পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কাঁদুর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত। 

পুলিশ প্রথম থেকেই খুনের তদন্তে পারিবারিক বিবাদের তত্ত্ব খাড়া করছিল। রবিবার পুরুলিয়ার এস পি সংবাদ মাধ্যমে পরিষ্কার জানিয়েছিলেন, পারিবারিক বিবাদেই খুন হন তপন কাঁদু। ঘটনায় ঝালদা থানার আই সি জড়িত নন একথাও বলেন। সোমবার কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতেই কার্যত মুখ পুড়ল জেলা পুলিশের। 

এদিন আদালত পুলিশের তদন্ত পক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি তপন কাঁদুর হত্যার সমস্ত নথি সিবিআই'র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্ট তদন্তের প্রাথমিক রিপোর্ট ৪৫ দিনের মধ্যে সিবিআইকে জমা দিতে বলে। 

সিবিআই তদন্তে খুশি নিহত কংগ্রেস কাউন্সিলরের পরিবার। নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্নিমা কাঁদু প্রথম দিন থেকে সিবিআই তদন্ত চেয়ে এসেছেন। তিনি বার বার অভিযোগ জানিয়ে আসছিলেন তাঁর স্বামীকে হত্যার পেছনে পুলিশ যুক্ত। চক্রান্ত করে তাঁর পরিবারকে ফাঁসাচ্ছিল পুলিশ। 

এই রায়ের পর পূর্নিমা দেবী জানান, এবার সঠিক তদন্ত হবে। আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম তারাই আমার স্বামীকে খুন করেছে। এদের পিছনে বড় বড় মাথাও রয়েছে। তিনি দোষীদের ফাঁসি চাইলেন।

গত ১৩ মার্চ দুষ্কৃতীদের গুলিতে খুন হন ঝালদা পুরসভার নির্বাচিত কাউন্সিলর তপন কাঁদু। এরপরই ঝালদা থানার আই সি সঞ্জীব ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নিহতের পরিবার। অভিযোগ, পুরবোর্ড গঠন নিয়ে তৃনমূল দলে যোগদান করতে চাপ সৃষ্টি করেছিল স্বয়ং থানার আই সি। হাইকোর্টের এই রায়ে খুশি পুরুলিয়ার কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।

No comments:

Post a Comment