নিজস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুর শিল্পাঞ্চলে আবারো খুনের ঘটনা। এবার এক মহিলার গলার নলি ও হাতের শিরা কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হল ঘরের মধ্যে থেকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পলতায়।
শনিবার রাতে নোয়াপাড়া থানার পলতার জহর কলোনীর ঘটনা। মৃত বছর ২৪ এর অঞ্জনা দেবী। রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ বিছানায় পড়ে ছিল। মৃতার স্বামী অমল লাল বায়ু সেনা কর্মী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলে দুই কন্যা সন্তান নিয়ে অমল বাবু কাছেপিঠে পার্কে গিয়েছিলেন। সন্ধেতে বাড়ি ফিরে দেখেন স্ত্রী বিছানায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে। মৃতার স্বামীর কান্নাকাটি শুনে পড়শিরা ছুটে আসেন। খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে।
স্থানীয়দের দাবি, ওই মহিলাকে খুন করা হয়েছে। গলার নলি ও হাতের শিরা কাটা ছিল। এই ঘটনার পিছনে রহস্য খতিয়ে দেখছে নোয়াপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, দিন পনেরো আগে বায়ু সেনা কর্মী ওই এলাকায় ভাড়া এসেছেন।
No comments:
Post a Comment