Monday, April 11, 2022

মুখ পুড়ছে শিক্ষায়, পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি এস সি'র নিয়োগ কমিটি বেআইনি


নিজস্ব প্রতিনিধিঃ সমাজ গড়ার কারিগররাই আজ ভুয়ো। পাহাড় প্রমান দুর্নীতিতে ডুবে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ-ডি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ সম্পূর্ণ বেআইনি। সোমবার ডিভিশন বেঞ্চে জানাল হাইকোর্টের নিযুক্ত তদন্ত কমিটি।

 বিষ্ফোরক এই রিপোর্টে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি কমিটিকে বেআইনি উল্লেখ করা হয়েছে। ওই কমিটির শান্তি প্রসাদ সিনহা ও কল্যাণ গাঙ্গুলি ভুয়ো নিয়োগপত্র তৈরি করেছে। 

তদন্তে ধরা পড়েছে এমন ৬০৯ জন চাকরি পরীক্ষায় পাশ করেনি। প্যানেলে তাদের নাম রয়েছে। সেই প্যানেল থেকে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। অথচ পরীক্ষায় পাশ করা এমন ৬০৯ জনের নাম উধাও। এই ভুয়ো প্যানেলে নথিভুক্তদের নিয়োগপত্র দিতে সুপারিশ করেছিল শিক্ষা মন্ত্রীর তৈরি কমিটির এক সদস্য সমরজিৎ চ্যাটার্জী। 

বিচারপতি সুব্রত তালুকদারের কাছে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেয়ার পরই এস এস সি'র চেয়ারম্যান কল্যানময় গাঙ্গুলি ও শান্তি প্রসাদ সিনহারা আরো বিপাকে পড়ল। কার্যত স্কুল সার্ভিস কমিশন দুর্নীতির আখড়া। এস এল এস টি থেকে প্রাথমিক শিক্ষক এবং নবম, দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে ল্যাজে গোবরে অবস্থায় রাজ্যের শিক্ষা দপ্তর। 

এই মুহূর্তে খানিকটা বোধদয় হয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলেছেন।

No comments:

Post a Comment