কোকুগিকান এরিনায় জিতে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাহাড়ী কন্যা লাভলিনা জানিয়েছেন, খোলা মনে খেলতে চাই৷ চেনের বিরুদ্ধে জিততে মরিয়া ছিলাম। পুরনো স্মৃতি স্মরণ করে বলেন, এর আগে চারবার তাঁর কাছে পরাজিত হয়েছিলাম৷ তাই প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলাম৷ লাভলিনা আরও জানিয়েছেন,কোনো গেমপ্লান ছিলনা৷ তাঁর ব্যাখ্যা গেমপ্ল্যান নিয়ে খেললে প্রতিপক্ষ তা খুঁজে নিতে পারে৷ নিজের খেলা খেলবো বলে আত্মবিশ্বাসী ছিলাম৷ পরিস্থিতি যাই হোক সামলে নেবো৷ প্রতিপক্ষ খেলোয়াড় চিন চেনের সম্পর্কে লাভলিনা বলেন, তাঁর কাছে চারবার হেরে যাওয়ার পরও দৃড় প্রতিজ্ঞ ছিলাম৷ তাই চাপ নিয়নি৷ অনেকসময় চাপ দুর্বল করে দেয়৷
লাভলিনের এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছার ঝড় উঠেছে নেট দুনিয়ায়৷ ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্চ জয়ী প্রথম মহিলা কিংবদন্তী বক্সার মেরিকমের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় হতাশ হয়েছেন লাভলিনা৷ তিনি জানান, মেরিদি (মেরিকম)-র জন্য খুব খারাপ লাগছে৷
অন্যদিকে চলতি টোকিও অলিম্পিকে পুরুষদের তুলনায় ভারতীয় মহিলা খেলোয়াড়দের দাপট বেশি৷ হকিতে আয়রল্যান্ড কে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনলে প্রবেশ করেছে ভারতীয় মহিলা হকি দল৷ পদকের স্বপ্ন দেখাচ্ছে আরও এক ভারতীয় কন্যা অপ্রতিরোধ্য ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু ৷