উপচে পড়ে জনতা। উত্তর ২৪ পরগনা জেলার তেমন কোনো বিধায়ক বা পদাধিকারীদের দেখা না গেলেও উল্লেখযোগ্য বিজেপি নেতা রাজীব বন্ধ্যোপাধ্যায় ও সুনীল সিং উপস্থিত হয়েছিলেন। এছাড়া আশপাশের বহু মুকুল অনুগামীর দেখা মিলেছে। মুকুল রায়ের পৈতৃক ভিটে কাঁচরাপাড়ার ঘটক রোডের ছোট্ট পরিসরে অগুনিত মাথার সারিতে বহু মুখে মাস্ক উধাও ছিল। নিয়ম রক্ষার তাগিদে পুলিশ তার কাজে ব্যস্ত থেকেছে। সাধারনের ক্ষেত্রে করোনা বিধি কড়াকড়ি। বিবাহ ও শ্মশান যাত্রীর তালিকা সীমিত। যদিও রাজনীতির ব্যবস্হাপনায় তার নিয়ন্ত্রণ বার বার উপেক্ষিত।
বিজেপির সর্বভারতীয় নেতা থেকে মুকুল এখন তৃনমূলের অন্যতম কান্ডারী। ভোটের কালি আঙুল থেকে মুছতে না মুছতেই পুত্র শুভ্রাংশুও তৃনমূলে। এরই মধ্যে অকষ্মাৎ প্রিয়জনকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এদিন হালিসহরে রামপ্রসাদ শ্মশান ঘাটে কৃষ্ণা দেবির শেষ কৃত্য সম্পন্ন হয়।
No comments:
Post a Comment