স্হানীয়দের মারফত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। ভাঙা একটি বাইককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সৌরভের অভিযোগ, বিজেপি করার জন্যই এই হামলা। তিনি বলেন, ভোটের ফল ঘোষণার পরের দিন দুষ্কৃতীরা তাঁর বাড়িতে চড়াও হয়েছিল। সেদিন তাঁর বাবা ও ভাই গৌরব দাসকে মারধর করে বাইক ভাঙচুর চালিয়েছিল। বুধবার বিজেপি নেতা বীজপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে আতঙ্কে দাস পরিবার।
Thursday, July 1, 2021
বাড়িতে ঢুকে বিজেপি কর্মীর বাইক ভাঙচুর চালালো দুষ্কৃতীরা কাঁচরাপাড়ায়
নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির বুথ সভাপতির বাড়িতে ঢুকে বাইক ভাঙচুর করলো দুষ্কৃতীরা। ঘটনা মঙ্গলবার রাতে কাঁচরাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ধরমবীর কলোনীতে। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে একদল দুষ্কৃতী বিজেপির বুথ সভাপতি সৌরভ দাসের বাড়িতে চড়াও হয়। বাইরে থেকে ঘরের দরজার ছিটকানি আটকে বারান্দায় রাখা দুটি বাইক লোহার রড, বাঁশ দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। পেশায় সেলসম্যান সৌরভ বলেন, ভাঙচুরের শব্দ পেয়ে ঘুম ভেঙে বেরতে গিয়ে দেখি দরজা খুলছে না। এরপর বাড়ির পিছন দিক দিয়ে বেরিয়ে এসে দেখি দু'টো বাইক ভাঙচুর চালিয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
-
নিজস্ব প্রতিনিধিঃ কিছুদিন যাবৎ ব্যারাকপুরের আকাশে রাজনীতির কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। গর্জন-তর্জন কখনো ঝিরি ঝিরি কখনো আবার এক পশল...
No comments:
Post a Comment