Tuesday, July 27, 2021

ভারত্তোলনে সোনার পদক পেতে পারেন মীরবাই চানু বাড়ল জল্পনা

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনা বাড়ছে ভারত্তোলনে রুপো নয় সোনার পদক পেতে পারেন ভারতের পাহাড়ী কন্যা মীরাবাই চানু৷ কি থেকে এই অবিশ্বাস্য ঘটনার কথা চাউর হলো। একটি ট্যুইট। যার পরই গোটা বিশ্বে হু হু করে ছড়িয়েছে সম্ভবনার কথা। অলিম্পিক কমিটির এক কর্তা কাইল বাস ট্যুইটে জানিয়েছেন, চীনের প্রতিযোগী জিহুই হউকে এন্টি ডোপিং কর্তৃপক্ষ দ্বারা পরীক্ষা করা হবে। এতেই সিঁদুরে মেঘ জমতে থাকে চায়না শিবিরে। যদি চিনের সোনা জয়ী ডোপ পরীক্ষায় ব্যর্থ হন তাহলে ভারতের মীরাবাই চানু স্বর্নপদক লাভ করবেন।
এদিকে সোমবার বিকেলে দেশে ফিরেছেন রুপো জয়ী কন্যা। দিল্লি বিমানবন্দরে তাঁকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। ঘরের মেয়েকে বরন করার দৃশ্য ছিল অভূতপূর্ব। পাহাড়ী কন্যা বিমান থেকে নেমে গেট দিয়ে বেরোতেই বন্দেমাতরম ধ্বনি, ভারত মাতার জয় স্লোগান আর সঙ্গে বিমানবন্দর জুড়ে করতালি। মনিপুর সরকার ইতোমধ্যেই উপহার স্বরূপ চানুকে ১ কোটি টাকা এবং পুলিশের চাকরিতে নিয়োগ করেছে।

No comments:

Post a Comment