Sunday, July 25, 2021

পাহাড়ী কন্যার হাত ধরে টোকিও অলিম্পিকে প্রথম পদক ভারতের

নিজস্ব প্রতিনিধিঃ পাহাড়ী কন্যার হাত ধরে টোকিও অলিম্পিকে প্রথম পদক পেল ভারত৷ ৪৯ কেজি বিভাগ থেকে ভারত্তোলন শুরু করেছিলেন মনিপুরের পাহাড়ী কন্যা মীরাবাই চানু৷ শনিবার সকালে ২০২ কেজি ভারত্তোলন করে দেশকে রুপো এনে দিলেন চানু৷ ২১০ কেজি ভারত্তোলন করে প্রথম হন চিনের ঝৌ হৌ৷ চানুর এই সাফল্যে গর্বিত হয়েছে গোটা দেশ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন৷ 
মীরাবাই চানুর বাড়ি মনিপুরের ইম্পল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নংপক কাকচিং গ্রামে৷ পাঁচ ভাই-বোনের সবার ছোট সে৷ ছোট থেকেই খুব সহজেই ভারি জিনিস অনায়াসে তুলত চানু৷ তাঁর এই কর্মকাণ্ড দেখে অবাক হতেন গ্রামবাসীরা৷ তখন থেকেই চানু দৃড় ও কঠিন পরিশ্রমী ছিল৷ অল্প বয়সে  চানুর ভারত্তোলনের কথা এবং গ্রামবাসীদের চর্চা শুনে বাবা-মা বুঝতে পেরেছিলেন, এই মেয়েটা কিছু করে দেখাবে৷ ১৪ বছর বয়সে প্রশিক্ষক অনিতা চানুর কাছে হাতেখড়ি মীরাবাইর৷ বাড়ি থেকে প্রায় ৩০ কিমি দূরে গিয়ে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন মীরাবাই৷
কঠোর পরিশ্রমী পাহাড়ী কন্যার অনুশীলনে কোনো খামতি ছিল না৷ দীর্ঘ ছয় মাস ধরে চলে কঠিন পরিশ্রম৷ এর ফলে ভাগ্যের শিঁকে ছেড়ে৷ যোগদান করেন জাতীয় শিবিরে৷ ২০১১ সালে জাতীয়স্তরে সাব-জুনিয়ারে প্রথম স্বর্ন পদক পান পাহাড়ী কন্যা৷ প্রথম পদক পেয়ে মনোবল বেড়ে যায় চানুর৷ কঠোর পরিশ্রমী চানুর শুরু হয় আরও কঠিন পরিশ্রম৷ মীরাবাইকে প্রশিক্ষণ দিতে এগিয়ে আসেন আরও এক ভারউত্তোলন কন্যা কুঞ্জরানি৷ মনিপুর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে শুরু হয় অনুশীলন। পরে পাতিয়ালয়৷ ২০১৪ সালে  গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগে রুপো জিতে তাক লাগিয়ে দেন মীরা৷ জীবনে চাড়াই উতরাইয়ের মধ্য দিয়ে শুরু হয় মীরার জীবনযাত্রা৷ 
২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় এশীয়ান গেমসে শুন্য হাতেই ফিরতে হয় তাঁকে৷ ২০১৬ রিও অলিম্পিক সেখানেও ব্যর্থ হন চানু৷ কিন্তু ভেঙে পড়েননি। প্রশিক্ষণ চালিয়ে গেছেন৷ তিনি জানতেন ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে সাফল্য৷ ২০১৭ সালে আমেরিকায় বিশ্ব চ্যাম্পিয়ানশিপে প্রত্যাশা না থাকলেও তিনি স্ন্যাচে ৮৫ কেজি ও ক্লিনে ১০৯  কেজি এবং জার্ক সব মিলিয়ে মোট ১৯৪ কেজি ভারত্তোলন করে মহিলাদের ৪৮ কেজি বিভাগে দ্বিতীয় ভারতীয় হিসেবে ঠাই করে নিয়েছিলেন। দেশে ফিরে আসার পর রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে ভুষিত করা হয় তাঁকে। এরপর সাল ২০১৮তে পান পদ্মশ্রী সম্মান৷ বিশ্ব দরবারে রুপো জিতলেও পাহাড়ী কন্যা এ দেশের সোনার মেয়ে। মীরাবাই চানুকে কুর্নিশ জানায় 'খবর যুগান্তর' ৷

No comments:

Post a Comment