ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকেলে নৈহাটি থানায় স্মারকলিপি জমা দেয় বিজেপি নেতৃত্ব। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা তথা নৈহাটির বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র ব্যানার্জি-সহ নেতৃত্ব। রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র জানান, এন এইচ আর সি যে সঠিক রিপোর্ট দিয়েছে তা প্রমান হয়ে গেল। নৈহাটিতে অত্যাচারের ঘটনাই বলছে এখানে কার আইন চলে। তিনি অভিযোগ করেন, গোপন জবানবন্দি যারা দিতে গিয়েছিল তারা কার কার নাম বলেছে এই বলে নৈহাটির মহিলা বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে।
এই বিষয়ে জেলা সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, গোপন জবানবন্দিদের নাম থানা থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশের অধিকারীককে বিষয়টি বলেছি। এবং সেই সঙ্গে এও জানিয়েছি, ঘাত আসলে প্রতিঘাত হবে।
No comments:
Post a Comment