Monday, July 19, 2021

গোপন জবানবন্দি দেওয়ায় বিজেপির মহিলা কর্মীদের বাড়িতে হামলা, মারধর নৈহাটিতে

নিজস্ব প্রতিনিধিঃ আদালতে গোপন জবানবন্দি দেওয়ার কারনে দুই মহিলা কর্মী সহ এক সমর্থকের ওপর হামলার অভিযোগ তুললো বিজেপি। শনিবার রাতে নৈহাটি বিধানসভার ৬ নম্বর বিজয়নগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পরে গিয়েছে। আক্রান্তরা হলেন অনিন্দিতা সরকার, জিনিয়া চক্রবর্তী ও কবিতা দেবনাথ। আদালতে গোপন জবানবন্দি দিয়েছিলেন দুই বিজেপি কর্মী অনিন্দিতা ও জিনিয়া। অভিযোগ,ওই রাতে জিনিয়ার বাড়িতে দুষ্কৃতীরা তান্ডব চালায়। তাঁকে ও তাঁর স্বামীকে মারধর করে। অনিন্দিতার বাড়িতে এসে তাকে না পেয়ে তাঁর অসুস্থ বাবা ও ভাইকে পেটায়। একই সঙ্গে কবিতা দত্তর ছেলের মুরগি মাংস বিক্রির সামগ্রী সহ বাইক ভাঙচুর করে দেয় দুষ্কৃতীরা। 
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকেলে নৈহাটি থানায় স্মারকলিপি জমা দেয় বিজেপি নেতৃত্ব। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা তথা নৈহাটির বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র ব্যানার্জি-সহ নেতৃত্ব। রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র জানান, এন এইচ আর সি যে সঠিক রিপোর্ট দিয়েছে তা প্রমান হয়ে গেল। নৈহাটিতে অত্যাচারের ঘটনাই বলছে এখানে কার আইন চলে। তিনি অভিযোগ করেন, গোপন জবানবন্দি যারা দিতে গিয়েছিল তারা কার কার নাম বলেছে এই বলে নৈহাটির মহিলা বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে।
এই বিষয়ে জেলা সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, গোপন জবানবন্দিদের নাম থানা থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশের অধিকারীককে বিষয়টি বলেছি। এবং সেই সঙ্গে এও জানিয়েছি, ঘাত আসলে প্রতিঘাত হবে।

No comments:

Post a Comment