Tuesday, April 27, 2021
জগদ্দলে তিনসুতিয়া লাইনে পরিত্যক্ত ঘর থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার
নিজস্ব প্রতিনিধিঃ জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইনের একটি পরিত্যক্ত ঘর থেকে বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়ালো। সোমবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত একটি ঘর থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার করেছে। জানা গিয়েছে, ওই ঘরটি ছিল জুটমিল শ্রমিক গনেশ মাহাতোর। দেড় বছর আগে কাঁকিনাড়া আঙলো ইন্ডিয়া জুটমিল থেকে অবসর নেবার পর গনেশ মাহাতো দেশে চলে গিয়েছেন। অভিযোগ উঠেছে, গনেশ বাবু দেশে চলে যাবার পর থেকেই ঘরটিতে আস্তানা গাড়ে দুষ্কৃতীরা। ওই ঘর থেকে অনেক তাজা বোমা উদ্ধার হলেও, বাসিন্দারা মুখে কুলুপ এঁটেছেন।
Sunday, April 25, 2021
তৃনমূল দুষ্কৃতীদের হামলায় বন্ধ রক্তদান শিবির কাঁচরাপাড়ায়
নিজস্ব প্রতিনিধিঃ হামলা চালিয়ে কাঁচরাপাড়ায় রক্তদান শিবির বন্ধ করে দিল তৃনমূলের এক মাতব্বর নেতা৷ রীতিমতো মারধর করা হয় সংস্থার সদস্যদের। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কাঁচরাপাড়া লিচুবাগান এলাকায়৷ স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মহামারির এই সময় দাঁড়িয়ে রবিবার সকালে এক স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করেছিল। তাকে কেন্দ্র করে এদিন রাতে আলোচনায় বসেছিল সংস্থার কয়েকজন সদস্য৷ অভিযোগ, বৈঠক চলাকালীন ওই এলাকার মাতব্বর নেতা মলয় ঘোষের নেতৃত্বে একদল ঠ্যাঙারে বাহিনী তাঁদের ওপর চড়াও হয়৷ কিছু বুঝে ওঠার আগেই মারধর করতে থাকে। সেই সঙ্গে চলে অশ্রাব্য গালিগালাজ। প্রানে বাঁচতে সংস্হার সদস্যরা এদিক-ওদিক ছুটে পালায়। দুষ্কৃতিদের মারে আহত হয়েছেন কয়েকজন সদস্য। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ৷ সংস্থার এক সদস্য বলেন, গীষ্মকালে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট থাকে। এই সময়ে দাঁড়িয়ে মুহুর্ষ রোগীদের কথা মাথায় রেখে অল্প সংখ্যাক রক্তদাতা নিয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করি৷ আমরা কয়েকজন শিবিরের প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলাম৷
করোনা কেঁড়ে নিল তৃনমূল প্রার্থী কাজল সিনহাকে
নিজস্ব প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা। কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার সকাল ৯ টা ৪৫ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২২ এপ্রিল তাঁর বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে। ভোটের আগের দিনই তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষে করোনা পজিটিভ ধরা পড়ে। চিকিৎসা চলছিল। একটু সাড়াও মিলেছিল। কিন্তু হঠাৎই অবস্থার অবনতি হয়। কাজল সিনহা ছিলেন তৃনমূলের জন্মেরও আগে যুব কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক। খড়দা বইমেলা থেকে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদান সহ বিভিন্ন সেবা মূলক কাজ বছরের পর বছর তিনি করে এসেছেন।
Wednesday, April 21, 2021
প্রয়াত দৃড় চেতা মানুষ কবি শঙ্খ ঘোষ
নিজস্ব প্রতিনিধিঃ চলে গেলেন বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি শঙ্খ ঘোষ। বয়স হয়েছিল ৮৯ বছর। কিছু দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন। বাড়িতেই চিকিৎসা চলছিল। বুধবার বেলা ১১.১০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুধুমাত্র কবিতায় তিনি গর্জে ওঠেন নি। সমাজের উত্তাল ঘটনায় তাঁর প্রতিবাদী কণ্ঠও সমান মর্যাদা পেয়েছে। কথা খুবই কম বলতেন। দুটি লাইন লিখে হাজারো সমালোচকদের মুখ বন্ধ করে দিতেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা টলে গিয়েছেন। কিন্তু শঙ্খ ঘোষকে কোনো রাজনীতি ছুঁতে পারেনি। তাইতো ২০১৮ সালে রক্তাত্ব পঞ্চায়েত ভোটের ছবি দেখে নির্দীধায় লিখেছিলেন, ''দেখ খুলে তোর তিন নয়ণ, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন"।
Tuesday, April 20, 2021
বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি নিমতার পাটনা ঠাকুরতলায়
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ সোমবার গভীর রাতে নিমতা থানার উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাটনা ঠাকুরতলা এলাকায় বিজেপি কর্মী অনুপ বারুইয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে আতঙ্কে বিজেপি কর্মীর পরিবার। বিজেপি কর্মী অনুপ বারুই জানান, রাত ১-২০ নাগাদ একটা বিকট শব্দ শুনতে পাই। মিনিট বাদে ফের বোমা ফাটার শব্দ। বোমার ঘায়ে জানলার কাঁচ ভেঙে যায়। জানলার পাশে রাখা দলীয় ঝান্ডা আগুনে পুড়ে যায়। মঙ্গলবার সকালে এই বোমাবাজির ঘটনায় বাপ্পা বিশ্বাস, টিংকু চন্দ্র, সৌরভ সরকার-সহ পাঁচজনের বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী। উত্তর দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার বলেন, তৃণমূল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই ওরা এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে। যাতে সাধারণ মানুষ ভোটের দিন বাইরে না বেরোয়। তৃণমূল নেতা বিধান বিশ্বাসের দাবি, ওরা তাদের বিরুদ্ধে মিথ্যা বদনাম করছে।
Monday, April 19, 2021
পানিহাটিতে বিজেপি প্রার্থী সন্ময়ের বাড়ি ও স্বদেশী মোড়ে বোমাবাজি, জখম ৩
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ ভোট পরবর্তী হিংসা অব্যাহত পানিহাটিতে। রবিবার রাতে পানিহাটির স্বদেশী মোড়ে বিজেপি কর্মীদের ওপর বোমাবাজি চালালো দুষ্কৃতীরা। বোমাবাজিতে আহত হয়েছে তিন বিজেপি কর্মী। পানিহাটির বিজেপি প্রার্থী সন্ময় বন্ধ্যোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করেও বোমাবাজি করে দুষ্কৃতীরা। রাতেই বিজেপির পক্ষ থেকে খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভোটের দিন বিজেপি প্রার্থী সন্ময় বন্ধ্যোপাধ্যায় বেশ কিছু বুথে গেলে তৃনমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায়। গো ব্যাক স্লোগান দিতে দেখা যায়। তাদের দাবি ছিল, প্রার্থী বহিরাগতদের নিয়ে ঘুরছেন।
Tuesday, April 6, 2021
সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সহকর্মী সাংবাদিক অলোক
নিজস্ব প্রতিনিধিঃ লেখার শক্তি নেই। ঠকঠক করে কাঁপছে হাতের আঙুল। লেখার ভাষা যেন হারিয়ে গেছে। আজ বিকেলে সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় চলে গেলেন সহকর্মী সাংবাদিক আলোক ঘোষ। সোমবার রাতে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট জনিত উপসর্গ নিয়ে সাংবাদিক আলোক ঘোষকে কামারহাটির সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আই সি ইউ-তে রেখে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু আজ বিকেল পাঁচটা নাগাদ সকলকে ছেড়ে বিদায় নিলেন সাংবাদিক আলোক ঘোষ। তাঁর বাড়ি নোয়াপাড়া থানার গারুলিয়ার রবীন্দ্রপল্লীতে। লকডাউনে করোনা যোদ্ধা হিসেবে আলোক অসাধারন কাজ করেছিল। অথচ সেই করোনাই ছিনিয়ে নিল করোনা যোদ্ধার প্রাণ। ভ্রমন পিপাসু আলোকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্যারকপুর মহকুমা অঞ্চলের সাংবাদিক মহলে।
ভয়াবহ আগুন পুড়ে ছাই ব্যারাকপুরের লালকুঠি বুড়ির বাজারের বস্তি
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ উত্তর ২৪ পরগনার বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনস্ত বুড়ির বাজার এলাকায় মঙ্গলবার সকাল ১০-৩০ নাগাদ ঝুপড়ি বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। বিধ্বংসী আগুনে অনেক ঝুপড়ি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিন এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বারাকপুর পুরসভার বিদায়ী পুরপ্রধান উত্তম দাস বলেন, গ্যাস সিলিন্ডার ফেটেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল জানিয়েছে, আগুন কিভাবে লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Subscribe to:
Posts (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...