Tuesday, April 6, 2021

ভয়াবহ আগুন পুড়ে ছাই ব্যারাকপুরের লালকুঠি বুড়ির বাজারের বস্তি

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ উত্তর ২৪ পরগনার বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনস্ত বুড়ির বাজার এলাকায় মঙ্গলবার সকাল ১০-৩০ নাগাদ ঝুপড়ি বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। বিধ্বংসী আগুনে অনেক ঝুপড়ি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিন এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বারাকপুর পুরসভার বিদায়ী পুরপ্রধান উত্তম দাস বলেন, গ্যাস সিলিন্ডার ফেটেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল জানিয়েছে, আগুন কিভাবে লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
 ঘটনাস্থলে গিয়ে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুনীল সিং বলেন, ক্ষতিগ্রস্ত মানুষজনের পাশে আমরা আছি।

No comments:

Post a Comment