Tuesday, April 6, 2021
সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সহকর্মী সাংবাদিক অলোক
নিজস্ব প্রতিনিধিঃ লেখার শক্তি নেই। ঠকঠক করে কাঁপছে হাতের আঙুল। লেখার ভাষা যেন হারিয়ে গেছে। আজ বিকেলে সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় চলে গেলেন সহকর্মী সাংবাদিক আলোক ঘোষ। সোমবার রাতে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট জনিত উপসর্গ নিয়ে সাংবাদিক আলোক ঘোষকে কামারহাটির সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আই সি ইউ-তে রেখে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু আজ বিকেল পাঁচটা নাগাদ সকলকে ছেড়ে বিদায় নিলেন সাংবাদিক আলোক ঘোষ। তাঁর বাড়ি নোয়াপাড়া থানার গারুলিয়ার রবীন্দ্রপল্লীতে। লকডাউনে করোনা যোদ্ধা হিসেবে আলোক অসাধারন কাজ করেছিল। অথচ সেই করোনাই ছিনিয়ে নিল করোনা যোদ্ধার প্রাণ। ভ্রমন পিপাসু আলোকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্যারকপুর মহকুমা অঞ্চলের সাংবাদিক মহলে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
-
নিজস্ব প্রতিনিধিঃ কিছুদিন যাবৎ ব্যারাকপুরের আকাশে রাজনীতির কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। গর্জন-তর্জন কখনো ঝিরি ঝিরি কখনো আবার এক পশল...
No comments:
Post a Comment