Monday, April 19, 2021

পানিহাটিতে বিজেপি প্রার্থী সন্ময়ের বাড়ি ও স্বদেশী মোড়ে বোমাবাজি, জখম ৩

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ ভোট পরবর্তী হিংসা অব্যাহত পানিহাটিতে। রবিবার রাতে পানিহাটির স্বদেশী মোড়ে বিজেপি কর্মীদের ওপর বোমাবাজি চালালো দুষ্কৃতীরা। বোমাবাজিতে আহত হয়েছে তিন বিজেপি কর্মী। পানিহাটির বিজেপি প্রার্থী সন্ময় বন্ধ্যোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করেও বোমাবাজি করে দুষ্কৃতীরা। রাতেই বিজেপির পক্ষ থেকে খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভোটের দিন বিজেপি প্রার্থী সন্ময় বন্ধ্যোপাধ্যায় বেশ কিছু বুথে গেলে তৃনমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায়। গো ব্যাক স্লোগান দিতে দেখা যায়। তাদের দাবি ছিল, প্রার্থী বহিরাগতদের নিয়ে ঘুরছেন।
 বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, তৃনমূল রিগিং-ছাপ্পা দিতে না পারায় সন্ত্রাস শুরু করেছে। যদিও পানিহাটির তৃনমূল নেতৃত্ব অভিযোগ উড়িয়ে দিয়েছে।

No comments:

Post a Comment