Sunday, April 25, 2021

তৃনমূল দুষ্কৃতীদের হামলায় বন্ধ রক্তদান শিবির কাঁচরাপাড়ায়

নিজস্ব প্রতিনিধিঃ হামলা চালিয়ে কাঁচরাপাড়ায় রক্তদান শিবির বন্ধ করে দিল তৃনমূলের এক মাতব্বর নেতা৷ রীতিমতো মারধর করা হয় সংস্থার সদস্যদের। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কাঁচরাপাড়া লিচুবাগান এলাকায়৷ স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মহামারির এই সময় দাঁড়িয়ে রবিবার সকালে এক স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করেছিল। তাকে কেন্দ্র করে এদিন রাতে আলোচনায় বসেছিল সংস্থার কয়েকজন সদস্য৷ অভিযোগ, বৈঠক চলাকালীন ওই এলাকার মাতব্বর নেতা মলয় ঘোষের নেতৃত্বে একদল ঠ্যাঙারে বাহিনী তাঁদের ওপর চড়াও হয়৷ কিছু বুঝে ওঠার আগেই  মারধর করতে থাকে। সেই সঙ্গে চলে অশ্রাব্য গালিগালাজ। প্রানে বাঁচতে সংস্হার সদস্যরা এদিক-ওদিক ছুটে পালায়।  দুষ্কৃতিদের মারে আহত হয়েছেন কয়েকজন সদস্য। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ৷ সংস্থার এক সদস্য বলেন, গীষ্মকালে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট থাকে। এই সময়ে দাঁড়িয়ে মুহুর্ষ রোগীদের কথা মাথায় রেখে অল্প সংখ্যাক রক্তদাতা নিয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করি৷ আমরা কয়েকজন শিবিরের প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলাম৷
 সেই সময় এলাকারই শাসকদলের এক মাতব্বরের নেতৃত্ব দশ-বারোজন দু্ষ্কৃতী হামলা চালায়৷ মারধর করা হয় সংস্থার সদস্যদের৷ রাতেই দুষ্কৃতীদের বিরুদ্ধে বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সংস্থার তরফে৷  এই ঘটনায় আপাতত রক্তদান কর্মসূচি বন্ধ রেখেছে সংস্হা।

No comments:

Post a Comment