Sunday, April 25, 2021

করোনা কেঁড়ে নিল তৃনমূল প্রার্থী কাজল সিনহাকে

নিজস্ব প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা। কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার সকাল ৯ টা ৪৫ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২২ এপ্রিল তাঁর বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে। ভোটের আগের দিনই তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষে করোনা পজিটিভ ধরা পড়ে। চিকিৎসা চলছিল। একটু সাড়াও মিলেছিল। কিন্তু হঠাৎই অবস্থার অবনতি হয়। কাজল সিনহা ছিলেন তৃনমূলের জন্মেরও আগে যুব কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক। খড়দা বইমেলা থেকে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদান সহ বিভিন্ন সেবা মূলক কাজ বছরের পর বছর তিনি করে এসেছেন।
খড়দহ পুরসভার দু'বারের কাউন্সিলর ছিলেন কাজল সিনহা। মেয়াদ শেষে পুরসভার প্রশাসক পদের দায়িত্ব পালন করেন। এবারই প্রথম দল তাঁকে বিধায়ক পদে মনোনয়ন দেয়। কাজল সিনহার এভাবে চলে যাওয়ায় খড়দায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment