Wednesday, April 21, 2021
প্রয়াত দৃড় চেতা মানুষ কবি শঙ্খ ঘোষ
নিজস্ব প্রতিনিধিঃ চলে গেলেন বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি শঙ্খ ঘোষ। বয়স হয়েছিল ৮৯ বছর। কিছু দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন। বাড়িতেই চিকিৎসা চলছিল। বুধবার বেলা ১১.১০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুধুমাত্র কবিতায় তিনি গর্জে ওঠেন নি। সমাজের উত্তাল ঘটনায় তাঁর প্রতিবাদী কণ্ঠও সমান মর্যাদা পেয়েছে। কথা খুবই কম বলতেন। দুটি লাইন লিখে হাজারো সমালোচকদের মুখ বন্ধ করে দিতেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা টলে গিয়েছেন। কিন্তু শঙ্খ ঘোষকে কোনো রাজনীতি ছুঁতে পারেনি। তাইতো ২০১৮ সালে রক্তাত্ব পঞ্চায়েত ভোটের ছবি দেখে নির্দীধায় লিখেছিলেন, ''দেখ খুলে তোর তিন নয়ণ, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন"।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment