Tuesday, April 27, 2021

জগদ্দলে তিনসুতিয়া লাইনে পরিত্যক্ত ঘর থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইনের একটি পরিত্যক্ত ঘর থেকে বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়ালো। সোমবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত একটি ঘর থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার করেছে। জানা গিয়েছে, ওই ঘরটি ছিল জুটমিল শ্রমিক গনেশ মাহাতোর। দেড় বছর আগে কাঁকিনাড়া আঙলো ইন্ডিয়া জুটমিল থেকে অবসর নেবার পর গনেশ মাহাতো দেশে চলে গিয়েছেন। অভিযোগ উঠেছে, গনেশ বাবু দেশে চলে যাবার পর থেকেই ঘরটিতে আস্তানা গাড়ে দুষ্কৃতীরা। ওই ঘর থেকে অনেক তাজা বোমা উদ্ধার হলেও, বাসিন্দারা মুখে কুলুপ এঁটেছেন।  
 কতগুলো বোমা ওই ঘরে মজুত ছিল, তা নিয়ে অন্ধকারে বাসিন্দারা। যদিও পুলিশের দাবি, ওই ঘর থেকে ৬০টি বোমা উদ্ধার করা হয়েছে। কারা, কি কারনে  ওখানে বোমা মজুত রেখেছিল, তা পুলিশ তদন্ত করে দেখছে।

No comments:

Post a Comment