Tuesday, December 28, 2021

পুরভোটে বিজেপি গুটিয়ে, লাল তৃনমূলীদের রমরমা নৈহাটিতে

নিজস্ব প্রতিনিধিঃ নতুন সালের শুরুতেই পুরভোট। ওয়ার্ডে ওয়ার্ডে গা গরম শুরু হয়ে গেছে সর্বত্র। থেমে নেই বঙ্কিম, হরপ্রসাদ, সমরেশ বসুর নৈহাটি। বিধানসভায় বিপুল জয়ে উনিশের লোকসভায় গুটিয়ে যাওয়া কেউকেটারা ফের স্বমহিমায়। হুঁশিয়ারি বিজেপি করা চলবে না। গরিফা থেকে সাহেব কলোনি এক সুরে বাজছে। 

সিপিএম আপাতত ছাড়। সূত্রে পাওয়া খবর, ইতিমধ্যেই বেশকিছু ওয়ার্ডে পদ্মফুলের প্রতীকের ওপর টি এম সি লিখে দেওয়াল দখল নেওয়া হয়েছে। যদিও সিপিএমের অধীনে থাকা গুটিকয়েক দেওয়াল অক্ষুণ্ন রয়েছে। এতেই স্পষ্ট হচ্ছে নৈহাটিতে পুর নির্বাচনের ছবিটা।

 নিন্দুকেরা বলে, নৈহাটিতে পুরনো তৃনমূলের তুলনায় লাল তৃনমূলীদের কদর বেশি। পুরসভাকে ঘিরে কর্মযঞ্জে ওদের পারদর্শীতা তুঙ্গে। একাংশের লাল পরিবারগুলোও সরকারি সুযোগ-সুবিধা আগে ভাগে পেয়ে যার পর নাই খুশি। কাজেই লাল তৃনমূলীরা বহাল তবিয়তে রয়েছে। 

নৈহাটিতে বামেদের বিরুদ্ধে লড়াই-আন্দোলনের শরীক বহু তৃনমূল এখনো ওয়ার্ডে ওয়ার্ডে ব্রাত্য। অজান্তে তাদের অনেকের গায়েই বিজেপির ছাপ। অথচ একদিনের জন্যও তাদেরকে বিজেপির মিছিল-মিটিং-এ কেউ  দেখেনি। সেই সব পুরনোদের ক্ষোভ, ওয়ার্ডে কোনো না কোনো নেতাকে তেল দিতে না পারাটাই আমাদের জীবনে অভিশাপ। 

তাঁদের আক্ষেপ, দাদা বেকার সিপিএমের বিরুদ্ধে লড়েছি। বাম আমলে সর্বেসর্বা উদয় ভট্টাচার্য ডাকাবুকো অঞ্জন দাশগুপ্তদের কোমড়ে দড়ি যারা পড়াবে বলেছিল তাঁরা ওদেরকে বুকে জড়িয়ে নিল।

Saturday, December 25, 2021

ব্যারাকপুরে পুরনো মুখ সন্দীপ ব্যানার্জী বিজেপির জেলা সভাপতি

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতির পদে পরিবর্তন ঘটল। নতুন সভাপতি হলেন দলের পুরনো মুখ সন্দীপ ব্যানার্জী। তিনি এই জেলার প্রাক্তন সভাপতি ছিলেন। 

বিজেপির রাজ্য কমিটি গঠিত হয়েছে দিন তিনেক আগে। এরপরই জেলা জুড়ে সাংগঠনিক রদবদল শুরু হয়েছে। ইতিমধ্যেই সবকটি জেলার সভাপতিদের নাম প্রস্তাবিত আকারে প্রকাশ হয়েছে। সংগঠনে পুরনোদের নামের উপরই আস্থা রাখছে দল।

ব্যারকপুরে বিধানসভা নির্বাচনের আগে উমাশঙ্কর সিংকে সরিয়ে ব্যারাকপুর বার এসোসিয়েশনের সভাপতি আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনে বিপর্যয়ের পর সংগঠনে কার্যত ধস নামে। ভোট পরবর্তী হিংসায় এই জেলার বহু কর্মী ঘরছাড়া হয়ে যায়। 

কেন্দ্রের মানবাধিকার কমিশন ও সিবিআই-এর তৎপরতায় একে একে বিজেপি কর্মীরা ঘরে ফিরলেও তারা হুমকির মুখে একপ্রকার বসেই গেছে। বহু কর্মী-সমর্থকের জীবিকা কেড়ে নেওয়ার অভিযোগও রয়েছে। বশ্যতা মেনে নিয়ে কেউ কেউ আবার তৃনমূলে ফিরে গেছে। 

এই মুহূর্তে ব্যারাকপুরে কঠিন পরিস্থিতিতে রয়েছে দল। সামনেই পৌরসভা নির্বাচন।  সন্ত্রাসের মোকাবেলায় পথে নামতে চাইবে না কর্মীরা। যদিনা কেন্দ্রীয় নেতৃত্বের কোন পদক্ষেপ চোখে পড়ে।  সারদা, নারদ থেকে কয়লা পাচার তদন্তে গতি শ্লথ দেখে কর্মী মহল হতাশ।

Thursday, December 23, 2021

নতুন বছরের শুরুতেই দুই দফায় পৌরসভার ভোট


নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে কলকাতা হাইকোর্টে পুরভোটের দিনক্ষণ জানাল রাজ্য নির্বাচন কমিশন। দুই দফায় ভোট করতে তারা প্রস্তুত। প্রথম দফা ২২ শে জানুয়ারি ও দ্বিতীয় দফা ২৭ শে ফেব্রুয়ারি ভোট হবে। 

প্রথম দফায় থাকছে ৫ টি কর্পোরেশন। বিধাননগর, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর। বাকি ১০৬ টি পুরসভায় ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হবে। 

নতুন বছরের শুরুতেই পৌরসভা নির্বাচন হবে ধরে নিয়ে আগে থাকতে সবকটি রাজনৈতিক দল প্রস্তত ছিল। একপ্রকার প্রার্থী বাছাইও হয়ে রয়েছে। নাম ঘোষণার অপেক্ষায়। 

যদিও কলকাতা পুরভোট দেখার পর কতটা শান্তিতে রাজ্যের পুরসভাগুলিতে ভোট হবে তা নিয়ে বিরোধীরা চিন্তায়।

Sunday, December 19, 2021

বোমাবাজি, রক্তাক্ত, বিরোধী এজেন্ট শূন্য করে উৎসবে কলকাতা পুরভোট


নিজস্ব প্রতিনিধিঃ আশঙ্কা ছিল সত্যি হল। বিরোধীদের অভিযোগ বিয়োগ হলোনা। কলকাতা পুরভোটে সকাল থেকে যে ছবি উঠে আসল তাতে গনতন্ত্র অসাড় আবারো ধরা পড়ল। 

কলকাতা ও রাজ্য পুলিশের তত্ত্বাবধানে এই ভোট প্রহসনের, বিরোধীরা দাবি করতেই পারেন। কিন্তু বাহিনীর লোক দেখানো নিরাপত্তার ফাঁক গলে শিয়ালদহ ও বেলেঘাটার খান্নায় বোমা কারা মারল সে প্রশ্নের উত্তর পাওয়া খুব কঠিন। 

শিয়ালদায় টাকী বয়েজ স্কুলের সামনে বোমাবাজিতে এক যুবকের পা উড়ে গেল। রক্তে ভেসে গেল পথ। বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রার্থীদের ওপর আক্রমনের অভিযোগ সেই সঙ্গে বিরোধী এজেন্টদের বের করে দেওয়া এই দৃশ্য সংস্কৃতির শহর উপভোগ করল। 

যদিও বহুকাল যাবত বাঙালি সুশীল সমাজ ফ্যাসিবাদকে খুঁজে চলেছে। সাধারণ মানুষ ভোট দিতে পারল কি পারল না তাদের কিচ্ছু যায় আসে না। ঢাকুরিয়া, যাদবপুর, ভবানীপুর, এন্টালি, চৌরঙ্গী, বেলেঘাটা, বড়তলা, শিয়ালদা সর্বত্র শহর জুড়ে পুলিশি ঘেরাটোপে গনতন্ত্র। অবাধে ইভিএম নামক যন্ত্রটি ধর্ষিত হয়ে যাচ্ছে। এই পুরভোটে আদপে 'খেলা হচ্ছে' একথা রাজনীতির বাইরে থাকা নিন্দুকেরা বলতেই পারেন। 

তথাপি কোটি কোটি টাকার কাউন্সিলর পদপ্রার্থীদের রক্ত পরিশ্রুত হবে না।

Sunday, December 12, 2021

যুবকের মৃত্যুকে কেন্দ্র করে টিটাগড় থানার সামনে উত্তেজনা অবরোধ


নিজস্ব প্রতিনিধিঃ জেল হেফাজতে মৃত্যু হল এক যুবকের। তার থেকেই উত্তেজনা ছড়াল টিটাগড় থানার সামনে। যুবকের নাম মৈনুদ্দিন খান (১৯)। বাড়ি টিটাগড়ের ছাই মাঠ এলাকায়। যুবক রঙের কাজ করত। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৬ ই ডিসেম্বর একটি স্কুলে চুরির ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। 

অভিযোগ, ওইদিন পুলিশ আসার আগেই তাম্মা নামে একজন দলবল নিয়ে ওঁকে মারধর করে। এমনকি স্কুল ঘরের মধ্যে সিলিং পাখার সঙ্গে যুবককে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। পরে দড়ি ছিঁড়ে পড়ে যায়। পুলিশ ওঁকে দমদম সংশোধনাগারে পাঠায়। শনিবার সন্ধ্যায় যুবকের মৃত্যু হয়। 

মৃতের পরিবারের অভিযোগ, শনিবার মধ্যরাতে মৈনুদ্দিনের মৃত্যুর খবর জানানো হয়েছে। এদিন দুপুরে টিটাগড় থানায় জমায়েত হয় মৃতের পরিবার পরিজনেরা। সঠিক বিচারের দাবি জানায়। সে সময় পুলিশ ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দেয় বলে অভিযোগ। 

এরপরে ক্ষিপ্ত জনতা বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর পুলিশ লাঠি উঁচিয়ে অবরোধ তুলে দেয়। মৃতের পরিবারের দাবি, পুলিশের মারেই মৈনুদ্দিনের মৃত্যু হয়েছে।

Thursday, December 9, 2021

কয়লা পাচার কান্ডে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করল সিবিআই


নিজস্ব প্রতিনিধিঃ কয়লা পাচার কান্ডে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করল সিবিআই। গতকালই তার জামিনের আর্জি আদালতে খারিজ হয়ে যায়। গ্রেপ্তার হতে পারেন জেনেই মঙ্গলবার রাত ১২ টা নাগাদ কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।  

আগেই সিবিআই তার গ্রেপ্তারের নোটিশ জারি করেছিল। এই বিকাশ মিশ্র কয়লা পাচারে মূল অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই। আগে একবার ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল বিকাশ। সিবিআই-র কাছে খবর ছিল বিকাশ মিশ্র বাইপাসের ধারে হাসপাতালে রয়েছে। সেখানে গোপনে পৌঁছে যায় কেন্দ্রীয় গোয়েন্দারা। 

বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ সময় ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার পরই সিবিআই অফিসাররা তাকে পাকড়াও করে নিয়ে যায়। যদিও কয়লা পাচার কান্ডের মাষ্টার মাইন্ড বিনয় মিশ্র ফেরার। অনেক আগেই সে দেশ ছেড়ে পালিয়েছে।

Wednesday, December 8, 2021

প্রয়াত দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত


নিজস্ব প্রতিনিধিঃ চপার দুর্ঘটনায় প্রান হারালেন দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। বুধবার দুপুর ১২.২০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি পাহাড় এলাকায় তাঁর কপ্টারটি ভেঙে পড়ে। 

ঘন জঙ্গলের মধ্যে পড়ে চপারটির টুকরো ধ্বংসাবশেষ থেকে আগুন জ্বলতে দেখা গিয়েছে।  সস্ত্রীক বিপিন রাওয়াত ছাড়াও সেনাবাহিনীর আরো ১৩ জন অফিসার  চপারটিতে সওয়ার করছিলেন। 

ঘটনাস্থল থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ তিনজনকে দগ্ধ অবস্থায় সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কয়েকঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন জেনারেল বিপিন রাওয়াত ও সঙ্গী স্ত্রী।