Sunday, December 3, 2023

হালিশহরে দলের একঝাক পুরনোদের মাঝে সাংসদ অর্জুন সিং

নিজস্ব প্রতিনিধিঃ পুরনো কর্মীদের পাশে দাঁড়ানোটাই তাঁর রসায়ন। হালিশহরে বাম জমানার বড় অংশের পুরনো তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে খোশ মেজাজে কিছুটা সময় কাটালেন সাংসদ অর্জুন সিং। লক্ষ্য ২০২৪। নিজের গড় মসৃন করতে কিছু বার্তালাপ ছাড়াও বঞ্চিতদের খোঁজ খবর নিলেন। 

রবিবার হালিশহর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বন্ধুগোপাল সাহার বাড়িতে আসেন অর্জুন সিং। প্রাক্তন কাউন্সিলরের সদ্যোজাত কন্যাকে দেখলেন সাংসদ। আশীর্বাদ দিলেন। 

সেখানে তখন উপস্থিতি একঝাক পুরনো মুখের। দুর্দিনের লড়াকু নেতাকে কাছে পেয়ে প্রত্যেকেই অব্যক্ত যন্ত্রণা কিছুটা লাঘব করে নিলেন। সাংসদের হাত শক্তিশালী করতে সকলেই  বদ্ধপরিকর।

এদিন সেখানে হাজির ছিলেন হালিশহরের প্রাক্তন উপ পুরপ্রধান রাজা দত্ত, প্রাক্তন কাউন্সিলর কল্যাণী বসু বিশ্বাস, তৃণমূলের বর্ষীয়ান বানীব্রত ব্যানার্জী, অতনু রায়চৌধুরী, গিরেন বাছার, শুভেন্দু রায়।

এছাড়াও সাংসদ অনুগামী অরিন্দম দে, অমিত চৌবে, ধীরাজ ঝা, সৈকত ঘোষাল, সংগ্রাম সহ বহু দুর্দিনের কর্মী হাজির হয়েছিলেন।

No comments:

Post a Comment