Saturday, November 25, 2023

ব্যারাকপুরে হাওয়া বদলের চর্চায় বঞ্চিত তৃণমূল কর্মীরা উৎফুল্ল, পথে নামতে তৈরি

বিল্টু কাশ্যপঃ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশেষ অধিবেশনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদ অর্জুন সিংয়ের একান্তে কথোপকথনের ছবি ভাইরাল। আর সেই ছবি ঘিরেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে অনেকের ঘুম উড়ে গিয়েছে। 

অনেকেই দাবি করেছেন, এটাই ব্যারাকপুরে হাওয়া বদলের ছবি। সূত্র বলছে, ভাইরাল হওয়া এই ছবি দেখে শিল্পাঞ্চলের অনেক আদি কর্মীরা (যারা ঘরে বসে গিয়েছিলেন) চাঙ্গা হয়ে উঠেছেন। 

নির্ভরযোগ্য সূত্রে খবর, হাওয়া বদলের আভাসে বীজপুর কেন্দ্রের ঘরে বসে যাওয়া পুরানো কর্মীরা সাংসদ অনুগামী রাজা দত্তের সঙ্গে যোগাযোগও শুরু করে দিয়েছেন। অনেক কাউন্সিলরও রাজার সঙ্গে অতি সন্তরপনে যোগাযোগও রাখছেন। 

সূত্র বলছে, বীজপুর কেন্দ্র লাগোয়া নৈহাটি বিধানসভা কেন্দ্রের ঘাসফুলের অনেক আদিরাও রাজার শরণাপন্ন হতে শুরু করেছেন। যদিও সাংসদ অনুগামী রাজা দত্ত কয়েক মাস আগে থেকেই সেবা মূলক কাজের মধ্য দিয়ে নিজেকে জনসংযোগে নিয়োজিত রেখেছেন। 

তবে রাজার লক্ষ্য, ভোট ব্যাঙ্ক বাড়াতে বেনোজল ঠেকানো। হাওয়া ঘুরতেই অনেকে ধান্দা টিকিয়ে রাখতে জার্সি বদলের চেষ্টা করবেন। সেদিকে কিন্তু বেশ সতর্ক রাজা দত্ত। তাঁর নজর, স্বচ্ছ ভাব মূর্তির কর্মীদের দিকেই। 

বিশেষ সূত্র বলছে, বদলের হাওয়া বইতেই অনেকেই নানান অংক কষতে শুরু করে দিয়েছেন। শিল্পাঞ্চলে কানাঘুষো চলছে শাসকদলের এক বিধায়ক নাকি ব্যারাকপুর কেন্দ্রে গেরুয়া প্রার্থী হবার চেষ্টাও চালাচ্ছেন। যদিও গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি ঘনিষ্ঠ এক যুব মোর্চা নেতা প্রার্থী হবার দৌড়ে অনেক এগিয়ে আছেন। তবে সবই এখন প্রাথমিক পর্যায়ে। 

সূত্র বলছে, ডিসেম্বর মাসে বঙ্গে নাকি একটা ওলট-পালটের রাজনীতির ঝড় বইতে পারে। সেই ঝড় থামার পরই প্রার্থীপদ নিয়ে চিন্তাভাবনা শুরু হবে। তবে এই মুহূর্তে নেত্রী-সাংসদের ছবি ঘিরে হাওয়া বদলের চিত্র ক্রমশ প্রকট হচ্ছে শিল্পাঞ্চলে। আর এতেই কপালে ভাঁজ দেখা গিয়েছে শাসকদলের 'এক্সিডেন্টাল' নেতাদের।

No comments:

Post a Comment