Friday, October 27, 2023

নবজোয়ারে তৃণমূলের অতীত


নিজস্ব প্রতিনিধিঃ চমকে উঠবেন না। এক সময়ের কৌশলী নেতা এখন নিস্তেজ। শরীর জুড়ে অসুস্থতার ছাপ। খাতায় কলমে তিনি এখনো কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক। 

যদিও তৃণমূলে ফিরেছেন।
কিন্তু ওই নামকাওয়াস্তে। দলীয় কোনো কর্মসূচিতে যোগ দিতে পারেন না।

একদা তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড নবজোয়ারের ঠেলায় ঘরের চার দেওয়ালে বন্দী হয়ে পড়লেন। যদিও পরিবারের তরফে বার বার অসুস্থতার কথাই তুলে ধরা হয়েছে। 

তাঁর এই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই অনেকেই চমকে উঠেছেন। বিজেপির কট্টর এক সদস্য নিজের ব্লগে লিখেছেন, 'যদি না দল বদলাত আজ এই দশা দেখতে হতনা'।

উনি মুকুল রায়। 'খবর যুগান্তর' ওনার সুস্থতা কামনা করে।

No comments:

Post a Comment