Monday, September 25, 2023

লোটো চালিয়ে কোটি কোটি টাকার মালিক নৈহাটীতে, বিষ্ফোরক অর্জুন সিং


নিজস্ব প্রতিনিধিঃ লোটো চালিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন নৈহাটীর এক কেউকেটা। অর্জুন সিংয়ের নিশানায় সেই অবৈধ লোটোর কারবারি। রবিবার হালিশহরে এক অনুগামীর বাড়িতে বসে বিষ্ফোরক দাবি করলেন দাবাং নেতা ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। 

সেখানে এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি কার্যত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অর্জুন বলেন, অপরাধ বাড়লে জনপ্রতিনিধিদের ওপর প্রভাব পড়ে। 

পুলিশের কাজ আইন-শৃঙ্খলা রক্ষা করা। পুলিশের উর্দি খাকি। এক লক্ষ মানুষের জন্য একজন পুলিশ। মানুষ পুলিশ দেখলে ভয় পায়। কিন্তু থুথু উপরের দিকে ছুড়লে নিজের মুখের ওপরই পড়বে। 

এরপরই সাংসদ বলেন, লোটো অর্গানাইজড ক্রাইম। নৈহাটীতে এক লোটোর কারবারি আছে কয়েকশো কোটির মালিক। পুলিশ কি করছে ? জবাবে অর্জুন সিংয়ের উত্তর, কি করে বলব পুলিশ কি করছে!

No comments:

Post a Comment