Saturday, August 19, 2023

গাঁজা সন্দেহে দুই ব্যক্তি আটক নৈহাটী ষ্টেশনে


নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটী স্টেশনে ভোর ৪ টে ১৫ মিনিট নাগাদ ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস থেকে গাঁজা সমেত দুই যুবককে আটক করে নৈহাটী জি আর পি থানার পুলিশ। দুই যুবকের নাম সাত্তার শেখ ও আবুল কাশেম। 
রেল পুলিশ সূত্রে খবর দুজনের শরীরে লুকিয়ে গাঁজা পাচার হচ্ছিল। এরা কোচবিহার থেকে আসছিল। নৈহাটী স্টেশনে নেমে কালীনারায়নপুরের উদ্দেশে যাওয়ার পরিকল্পনা ছিল।

No comments:

Post a Comment